লজ্জাজনক হারের পর নীরবতা ভেঙে পরাজয়ের আসল কারণ জানালেন কোহলি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাবার পরেও লিডসে জঘন্য ব্যাটিং পারফরমেন্সের জেরে ইংল্যান্ডকে সমতা ফেরানোর সুযোগ করে দিয়েছে ভারত। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর এই টেস্টে বোলিংও তেমন ভালো হয়নি বিরাটদের। যার জেরে রুটের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে ৪৩২ রানের বিশাল স্কোর খাড়া করে ইংল্যান্ড এবং তৃতীয় দিনেই ভারতের কাঁধে এসে পড়ে ৩৫৪ রানের বোঝা।

দ্বিতীয় ইনিংসে অবশ্য বেশ কিছুটা কামব্যাক করেছিল ভারত। তৃতীয় দিন ভালোভাবেই শেষ করেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা এবং কোহলিরা। কিন্তু চতুর্থ দিন ফের একবার ব্যাটিং ধ্বস। মাত্র ৬৩ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চের আগেই ৭৬ রান এবং এক ইনিংসে পরাজিত হয় ভারত। ভারতকে ফের একবার ২৭৮ রানে অলআউট করে দেওয়ায় সিরিজে কামব্যাক করার সুযোগ করে নিল ইংল্যান্ড।

এবার এই সম্পূর্ণ টেস্ট ম্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে বড় বয়ান দিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের হারের কারণও জানালেন তিনি। তিনি বলেন, “যখন প্রথম ইনিংসে মাত্র ৮০ রানের মধ্যে আপনি অল আউট হন এবং প্রতিপক্ষ দল এক বিশাল স্কোর খাড়া করে, তখন স্বাভাবিকভাবেই স্কোরবোর্ডের চাপ তৈরি হয়। কিন্তু ম্যাচে টিকে থাকার জন্য আমরা গতকাল ভালো খেলেছি, আমরা যতটা পারি চেষ্টা করেছি এবং নিজেদেরকেও সুযোগ দিয়েছি।”

প্রসঙ্গত, গতকাল উইকেট এর বিনিময় দিনশেষে ২১৫ রান সংগ্রহ করেছিল ভারতীয় দল। কিন্তু আজ ফের একবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। সে সম্পর্কে বলতে গিয়ে কোহলি বলেন, “আমরা ভেবেছিলাম পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। কিন্তু ইংল্যান্ডের সুশৃঙ্খল বোলিং আমাদের ভুল করতে বাধ্য করে এবং চাপও অনেক বেশি ছিল। যখন আপনি রান করতে পারছেন না, তখন চাপ কাটিয়ে ওঠা খুব কঠিন। এই কারণেই ব্যাটিং ভেঙে পড়ে।” একইসঙ্গে কোহলি এও জানিয়েছেন ভারতীয় বোলাররাও সেভাবে বোলিং করতে পারেননি। যার জেরেই দল আরও পিছিয়ে পড়ে। একইসঙ্গে ইংল্যান্ডের প্রশংসা করে তিনি বলেন আমরা জানতাম ওরা কামব্যাক করবে।

 

 

X