বাংলা হান্ট ডেস্কঃ ২৬-এর বদলায় ৯০! পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারত। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকে নিহত প্রায় ৮০ থেকে ৯০ জন জঙ্গি। শত্রু পাকিস্তানের (Pakistan) ভেতরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত (India)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)।
কেন ‘সিঁদুর’ রাখা হল নাম? Operation Sindoor
জানা গিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামে সায় দিয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের উপর যে ভাবে হামলা হয়েছিল, সেই ঘটনার সাথে মিলিয়ে ‘অপারেশন সিঁদুর’ নাম। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলা চলে। ধর্ম যাচাই করে গুলি (Kashmir Attack)! এতটাই মর্মান্তিক। ধর্ম জিজ্ঞাসা করার পর এবং স্ত্রীর সিঁথিতে সিঁদুর, হাতে চুড়ি দেখার পর স্বামীকে গুলি করা হয়।
অভিযোগ, জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদের নিধন করেছেন। কোনো হিন্দু মহিলা বা শিশুদের মারা হয়নি। কিন্তু তাঁদের চোখের সামনে খুন হতে হয়েছে পুরুষদের। অধিকাংশ ক্ষেত্রেই স্ত্রীদের সামনেই তাঁদের স্বামীকে গুলি করা হয়। সেই হামলারই প্রত্যাঘাতে এই ‘অপারেশন সিঁদুর’ নামটি বিরাট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের নামে গাজার ভিডিও পোস্ট করছে BJP! বিস্ফোরক দাবি তৃণমূলের মহুয়ার, শুরু রাজনীতি?
হিন্দু মহিলাদের কপালে ছোঁয়ানো থাকে লালরঙা সিঁদুর। হিন্দু মহিলারা বিবাহের চিহ্ন হিসেবে বহন করেন সিঁদুর। পহেলগাঁওয়ে হামলায় জঙ্গিরা অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের সেই বিবাহের চিহ্নই মুছে দিয়েছে। নিহতদের মধ্যে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীহারা হয়েছেন অনেকে। সদ্যবিধবা মহিলাদের করুণ ছবি সমাজমাধ্যম ছেয়ে যায়। যার মধ্যে হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি গোটা ভারতবাসীর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/rKoOVAbvDAY?si=U4VST9qHddwI6Fvj
মধুচন্দ্রিমায় গিয়ে নিজের সবথেকে কাছের মানুষকে হারায় সে। উপত্যকার মাঝে স্বামীর নিথর দেহ আঁকড়ে বসে ছিলেন হিমাংশী। এই সমস্ত ঘটনার জবাবি হামলায় ‘অপারেশন সিঁদুর’। উল্লেখ্য, আগেই ভারত জানিয়েছিল, পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানেই পাকিস্তানকে দেবে। ঠিক সেটাই হল।
এক্স হ্যান্ডলে সেনা তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে। পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ডেরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া | Pakistan
‘ভারত কাপুরুষ, এটা কাপুরুষের মতো হামলা, যোগ্য জবাব দেব’, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ বলেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। যোগ্য জবাব দেওয়া হবে ওদের।