আব্রামের মধ‍্যে লুকিয়ে একই সঙ্গে ইব্রাহিম এবং শ্রীরাম! হিন্দু-মুসলিম ধর্ম মিলিয়ে ছেলের নাম রেখেছেন শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সবথেকে প্রভাবশালী পরিবারগুলির মধ‍্যে অন‍্যতম শাহরুখ খানের (Shahrukh Khan) পরিবার। মন্নতে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে থাকেন তিনি। বড় ছেলে আরিয়ান খান, একমাত্র কন‍্যা সুহানা এবং ছোট ছেলে আব্রাম খান (AbRam Khan)। ছোটটির জন্ম সারোগেসির মাধ‍্যমে। ২০১৩ সালে জন্ম হয় আব্রামের।

হঠাৎ করে তৃতীয় সন্তানের জন্মের কথা ঘোষনা করে সবাইকে চমকে দিয়েছিলেন শাহরুখ। উপরন্তু বেশ কিছু গুজবও রটেছিল আব্রামকে নিয়ে। সেই সঙ্গে কিং খানের এই কনিষ্ঠ পুত্রটিকে নিয়ে কৌতূহলেরও অন্ত ছিল না আমজনতার। ছোট ছেলের নাম শাহরুখ রেখেছেন, আব্রাম। ইংরেজিতে যা লিখলে দাঁড়ায় AbRam।

AbRam Khan Images 11 e1533117489617 1280x720 1
কিন্তু নামের মাঝে হঠাৎ R অক্ষরটি বড় হাতের বা ক‍্যাপিটাল কেন? কখনো ভেবেছেন? শাহরুখের এক অনুরাগী কিন্তু সরাসরি কিং খানকেই জিজ্ঞাসা করেছিলেন এর কারণ। শুধু উত্ত‍রই দেননি অভিনেতা, সুন্দর করে বুঝিয়েও দিয়েছিলেন ছেলের নামের অর্থ এবং এমন নাম বেছে নেওয়ার কারণ।

শাহরুখ জানিয়েছিলেন, আব্রাম আসলে প্রফেট ইব্রাহিমের নামের একটি ধরণ। তবে শাহরুখের নামটি বিশেষ ভাবে ভাল লেগেছিল কারণ নামটি এক রকম ধর্মনিরপেক্ষ। উত্তরে তিনি লিখেছিলেন, ‘আমরা হিন্দু-মুসলিম পরিবার। আর আমি চাই না আমার সন্তানরা নামের ক্ষেত্রে কোনো ভিন্ন ধরণের মতামত নিয়ে বড় হোক। এটা এমন ভাবে সুন্দর লাগে আর বেশ সর্বজনীন ভাবে গ্রহণযোগ‍্য। হিন্দু ভগবান রামের নাম থাকায় খুব সুন্দর শোনায়।’

আব্রামকে নিয়ে আরো একটি কথা রটেছিল‌। একটা সময়ে খবর ছড়িয়েছিল আব্রাম আসলে আরিয়ানের অবৈধ সন্তান। এই ঘটনার কয়েক বছর পর বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন কিং খান। মজার ছলেই গোটা বিষয়টা খোলসা করে জানিয়েছিলেন তিনি।

851000 aryankhan suhanakhan abramkhan
অভিনেতা বলেন, “২০১৩ তে আমি ও গৌরি ঠিক করি তৃতীয় সন্তান নেব। কিন্তু খবর ছড়ায় যে সে আসলে আমাদের প্রথম সন্তানের অবৈধ সন্তান। সে সময় আরিয়ান মাত্র ১৫ বছর বয়সী। খবরটি যেই ছড়িয়েছিল ইউরোপে আরিয়ানের গাড়ি নিয়ে ঘোরার একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে দিয়েছিল।”

শাহরুখ জানান, বিষয়টা নিয়ে তাঁর পরিবারের সকলেই খুব বিরক্তিতে ছিলেন। অত কম বয়সে এই ধরনের গুজব হতবাক করে দিয়েছিল তাঁকে। এমনই তাঁকে সাধারন সম্বোধন করলেও আরিয়ান নাকি উত্তর দিতেন “আমার কাছে ইউরোপের ড্রাইভিং লাইসেন্সই ছিল না”। বিষয়টা মজর ছলে বললেও শাহরুখের বক্তব‍্যের গভীরতা বোঝা কষ্টসাধ‍্য ছিল না।


Niranjana Nag

সম্পর্কিত খবর