বাংলাহান্ট ডেস্ক : অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব। যেকোনো বিষয় নিয়ে তাঁর মতামত একটা আলাদা গুরুত্ব রাখে। ইন্ডাস্ট্রির বর্ষীয়ান তারকা হয়েও টেকনোলজি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। নিয়ম করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তবে পহেলগাঁও হামলার পর থেকে তাঁর পোস্টগুলিতে এক অদ্ভূত পরিবর্তন এসেছে, যা নজর এড়ায়নি নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় অদ্ভূত নীরবতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)
একথা সকলেই জানেন, ফেসবুক হোক বা টুইটার, সব প্ল্যাটফর্মেই পোস্ট করার আগে একটি নম্বর যোগ করে দেন। জানা যায়, কত নম্বর পোস্ট তার হিসেব রাখতেই এমনটা করে থাকেন অমিতাভ (Amitabh Bachchan)। কিন্তু পহেলগাঁও এর ঘটনার পর থেকে কোনো বার্তা আসেনি তাঁর তরফে। শুধুই নম্বর। কোনো পোস্টে তিনি লিখেছেন, ‘টি ৫৩৫৬’, কোনো পোস্টে আবার লিখেছেন, ‘টি ৫৩৬৭’। কিন্তু কোনো বার্তা নেই।
হঠাৎ কী হল বিগ বির: কাণ্ড দেখে অবাক নেঠিজেনরা। হঠাৎ কী হল অমিতাভের (Amitabh Bachchan)? কোনো পোস্ট করছেন না কেন তিনি? এই নম্বরগুলিরই বা কী অর্থ? জল্পনা থামছে না নেটজগতে। কারোর মতে, পহেলগাঁও হামলার জেরে নাকি কথা হারিয়েছেন অমিতাভ (Amitabh Bachchan)! কিছু বলার পরিস্থিতিতে নেই তিনি। আবার কারোর মতে, এভাবে ‘নীরব’ প্রতিবাদ করছেন বিগ বি।
আরো পড়ুন : ‘লেটেন্ট’ বিতর্কের দু মাস পার, বিরাট চমক দিয়ে নতুন মাইলফলক অতিক্রম করলেন রণবীর এলাহাবাদিয়া
ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা: যদিও নেটিজেনদের একাংশ রীতিমতো বিরক্ত অমিতাভের (Amitabh Bachchan) উপরে। আসলে এই ঘটনার পরে বলিউডের বহু তারকাই মুখ খুলেছেন প্রতিবাদে। শাহরুখ খান, সলমন খান থেকে করিনা কাপুর খান, আলিয়া ভাটের মতো অভিনেতা অভিনেত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রম একমাত্র অমিতাভ। তাই অনেকেই কটাক্ষ করেছেন, এখন কেন কথা বন্ধ হয়ে গিয়েছে অমিতাভের? তবে এর কোনো উত্তর দেননি বিগ বি।
আরো পড়ুন : ভারতে নিষিদ্ধ হানিয়া আমির, সরকারের চোখরাঙানি উপেক্ষা করে VPN-এ নজরদারি ‘অত্যুৎসাহী’ নেটিজেনদের
প্রসঙ্গত, পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যু বড় প্রভাব ফেলেছে সব মহলেই। বিশেষ করে বিনোদুনিয়াতে বড় ধাক্কা লেগেছে। আবারও নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীরা। এমনকি অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছে ভারতে।