ক্রিকেটে মুসলিম অ্যাঙ্গেল খুঁজে পেলেন ওয়াইসি, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন AIMIM প্রধানের

বাংলাহান্ট ডেস্ক : দামামা বেজে গিয়েছে ভারত-পাক যুদ্ধের! রণক্ষেত্রে নয়, বরং সবুজ গালিচার ক্রিকেট ময়দানে এবার যুদ্ধের আবহ। শুরু হয়েছ অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) । এই টুর্নামেন্টেই আগামী রবিবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। এবার এই উত্তপ্ত আবহের মধ্যেই বিতর্কিত প্রশ্ন তুলে দিলের এআইএমআইএম (AIMIM) -এর প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তিনি জানতে চান ভারত এখন পাকিস্তানের (Pakistan) সঙ্গে ক্রিকেট খেলছে কেন?

সাম্প্রতিক সময়ে ক্রিকেটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। ২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু আপত্তি জানায়। এরপরই এশিয়া কাপ পাকিস্তান থেকে সরবে একপ্রকার নিশ্চিত। এরই মধ্যে অজিদের দেশে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতে তাই এবার প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে গোটা দল। এরই মধ্যে এআইএমআইএম-র প্রধান প্রশ্ন তোলেন, ‘ভারত এখন পাকিস্তানের সঙ্গে ম্যাচ কেন খেলছে? এশিয়া কাপে পাকিস্তানকে যেতে পারবে না ভারতীয় দল। কিন্তু অস্ট্রিয়ায় গিয়ে ম্যাচ খেলতে বাধা নেই। এই দ্বিচারিতা কেন?’

ওয়াইসি আরও প্রশ্ন তোলেন, ‘ভারত পাকিস্তানের সঙ্গে খেলছে তার কারণ কী? পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেললে কি বিরাট ক্ষতি হয়ে যেত?’ এট উত্তরও নিজেই দেন হায়দরাবাদের সাংসদ। জবাবে তিনি বলেন, ‘২০০০ কোটি টকার টিভি স্বত্ত থেকে বঞ্চিত হবে ভারত।’ তিনি এদিন আরও বলেন, ‘আমি জানি না এই ম্যাচ কে জিতবে। আমি চাই ভারত জিতুক। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ভালো খেলে পাকিস্তানকে হারাক।’

IMAGE 1655004235

মুসলিম খেলোয়াড়দের মাঝেমধ্যেই ট্রোল করা হয়। এই বিষয়ে আসাউদ্দিন ওয়াইাসি বলেন, ‘ভারত জিতলে আমরা আনন্দ করবো। কিন্তু হারলে মানুষ জন কার দোষ তা খুঁজতে শুরু করে দেবে। কেন এটা করা হয়? এটা তো ক্রিকেট। এটা তো একটা খেলাই।’ তিনি আরও বলেন, ‘ এদের সমস্যাটা আমাদের হিজাব, আমাদের দাড়ি এবং ক্রিকেট নিয়ে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর