TRP-তে জি বাংলারই রমরমা, এই একটি “ভুল”এই সর্বনাশ ডেকে আনল স্টার জলসা!

বাংলাহান্ট ডেস্ক : প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনেই সাধারণত টিআরপি তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সারা সপ্তাহ জুড়ে কোন চ্যানেল তথা কোন সিরিয়াল (Serial) দর্শকরা বেশি দেখল তার হদিশ মেলে এই সাপ্তাহিক টিআরপিতে। শুধু সিরিয়ালগুলিই (Serial) নয়, চ্যানেলের মধ্যেও চলে টিআরপি, ভিউয়ারশিপের টক্কর। তবে এক্ষেত্রে বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসাকে বলে বলে গোল দিচ্ছে জি বাংলা।

টিআরপি তালিকায় চ্যানেলের (Serial) টক্কর

মূলত এই দুই চ্যানেলের মধ্যেই চলে টিআরপির লড়াই। আর বিগত পাঁচ ছয় সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থানটি কিন্তু দখল করে রেখেছে জি বাংলা (Serial)। এই চ্যানেলের নতুন সিরিয়াল ‘পরিণীতা’ শুরু হয়েই ছক্কা হাঁকাতে শুরু করেছে। শুধু তাই নয়, প্রথম চারটি স্থানই দখল করে রেখেছে জি বাংলা।

Why is star serial trp getting low than zee bangla

এগিয়ে রয়েছে জি বাংলা: তালিকার প্রথম স্থানেই রয়েছে পরিণীতা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে জগদ্ধাত্রী (Serial) এবং ফুলকি। আর চার নম্বরে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। সেখানে টপ পাঁচে জলসার মাত্র দুটি সিরিয়ালই (Serial) উঠে আসতে পেরেছে। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতী তীরন্দাজ এবং পঞ্চম স্থানে রয়েছে গীতা LLB।

আরো পড়ুন : একের পর এক “অবিচার”, বছর ঘোরার আগেই বিরাট “ধাক্কা”! জলসার মেগার জন্য দাবি রাখলেন দর্শক

জলসার এমন হাল কেন: বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকা লক্ষ্য করলেই দেখা যাবে, স্টার জলসার সিরিয়ালগুলির (Serial) নম্বর ক্রমশ কমছে। অন্যদিকে মাথা তুলে দাঁড়াচ্ছে জি বাংলা। বিশেষ করে প্রাইম স্পটগুলিতে জি এর সিরিয়ালের (Serial) বিপক্ষে দাঁড়াতেই পারছে না জলসার ধারাবাহিক। কিন্তু চ্যানেলের এমন টিআরপির দুরবস্থার কারণ কী? দর্শকদের অনেকের মতেই, চ্যানেলের নিজের ভুলেই মেগাগুলির আজ এই হাল।

আরো পড়ুন : তিন চ্যানেলের ৩ নায়ক-নায়িকা, জি বাংলাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে “ধামাকা” স্টার জলসার!

আসলে বর্তমানে টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যায় সিরিয়ালগুলি। টিভিতে দেখতে ধারাবাহিক পারলে অনলাইনে দেখে নেন। দর্শকদের একাংশের অভিযোগ, টিভিতে আসার আগেই অনলাইনে আগাম পর্ব দিয়ে দিচ্ছে জলসা। এতে অনেকেই অনলাইনে আগেভাগে দেখে নিচ্ছেন। টিভির টিআরপি উঠছে না। তবে জি বাংলা সম্প্রতি অনলাইনে আগাম এপিসোড দেওয়া বন্ধ করেছে। দর্শকদের অনেকের মতে, এর জন্যই টিআরপি পাল্লা দিয়ে বাড়ছে জি এর। স্টার জলসা এই ভুল না শোধরালে টিআরপিতে আরো মার খেতে হতে পারে বলেও মন্তব্য করেছেন অনেকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর