বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এদিকে, ভারতে (India) স্মার্টফোনের বাজারে যে সমস্ত কোম্পানিগুলির রমরমা রয়েছে তার মধ্যে অন্যতম হল OnePlus। এমতাবস্থায়, এই কোম্পানির প্রসঙ্গে এবার সামনে এল বড় তথ্য। শুধু তাই নয়, আপনিও যদি OnePlus-এর স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য যে, স্মার্টফোনের বাজারে OnePlus কোম্পানির ফোনগুলির বিশেষ জনপ্রিয়তা এবং কদর রয়েছে। ফোনগুলির ফিচার্স থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি খুব সহজেই আকৃষ্ট করে ব্যবহারকারীদের। কিন্তু এবার একটি মন খারাপ করা খবর সামনে এসেছে। যেটিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। মূলত, কানাঘুষো শোনা যাচ্ছে, ১ মে থেকে নাকি ভারতের বাজারের অফলাইন স্টোরে OnePlus-এর স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস বিক্রি বন্ধ হয়ে যাবে।
অর্থাৎ, আগামী ১ মে থেকেই অফলাইন স্টোর থেকে OnePlus-এর স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট, ইয়ারবাড এবং অন্যান্য ডিভাইস আর কেনা যাবেনা। এদিকে, ইতিমধ্যেই চলতি মাসের শেষের দিকে উপস্থিত হয়েছি আমরা। ফলে অফলাইনে এই কোম্পানির স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস কেনার ক্ষেত্রে সময় রয়েছে মাত্র ১০ দিন।
আরও পড়ুন: ভারতে iPhone উৎপাদনে উঠবে ঝড়! এবার Pegatron অধিগ্রহণের পথে টাটা গ্রুপ
কি জানা গিয়েছে: এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কেন হঠাৎ অফলাইন স্টোরগুলিতে OnePlus-এর ডিভাইস বিক্রি বন্ধ হচ্ছে? সামনে এসেছে সেই উত্তরও। মূলত, এক্ষেত্রে South Indian Organised Retailers Association তথা ORA-এর প্রসঙ্গ উঠে আসছে। কারণ, ORA-এর তরফেই অফলাইন স্টোরগুলিকে OnePlus স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ORA এটাও জানিয়েছে যে, ওই সংস্থাটি প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ধোয়া তুলসীপাতা নন মুইজ্জু! উঠল চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ, ভয়াবহ পরিস্থিতি মলদ্বীপে
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ORA প্রায় ৪,৩০০ রিটেলারদের প্রতিনিধিত্ব করে। এমতাবস্থায়, যদি সত্যিই ORA OnePlus-এর মোবাইল সহ কোম্পানির অন্যান্য ডিভাইসের বিক্রি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ওই প্রোডাক্টগুলির বিক্রয় সমগ্র দেশজুড়ে অফলাইন স্টোরগুলিতে বন্ধ হয়ে যেতে পারে। যার ফলে ওই সংস্থার প্রোডাক্ট বিক্রি প্রভাবিত হওয়ার পাশাপাশি সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরাও।