বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) শুরু হতে আর বেশি বাকি নেই। আগামী মাসের প্রথম থেকেই ক্রিকেট অনুরাগীরা মেতে উঠবেন এই মেগা টুর্নামেন্টে। এমতাবস্থায়, প্রকাশিত হল টিম ইন্ডিয়ার (India National Cricket Team) নতুন জার্সি। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই জার্সি সামনে আনা হয়েছে। যেখানে নীলের পাশাপাশি স্থান করে নিয়েছে আরও একাধিক রং। মূলত, নতুন এই জার্সিতে গেরুয়া থেকে শুরু করে সবুজ এবং সাদা রং পরিলক্ষিত হয়েছে।
পাশাপাশি, জার্সিতে BCCI-এর লোগোর ঠিক ওপরেই দেখা গিয়েছে ১ টি তারা। আর ওই তারাই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও চলছে জোরকদমে আলোচনা। মূলত, জার্সির গায়ে কেন একটিমাত্র তারা রয়েছে এই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এমতাবস্থায়,.চলুন জেনে নিই কেন ভারতীয় দলের জার্সিতে রয়েছে একটি তারা?
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার জার্সিতে ট্রফি জয়ের প্রতীক হিসেবে স্থান পেয়েছে ওই তারাটি। যেহেতু, ভারতীয় দল এখনও পর্যন্ত মাত্র ১ বার T20 বিশ্বকাপ জিতেছে সেই কারণেই জার্সিতে ট্রফি জয়ের প্রতীক হিসেবে রয়েছে ১ টি তারা। মূলত, ২০০৭ সালের T20 বিশ্বকাপ জিতে নেয় ভারত। আর ওই জয়ের কারণেই জার্সিতে ১ টি তারা রাখা হয়েছে।
আরও পড়ুন: চোখে জল! গ্রাস করেছে হতাশা, ড্রেসিং রুমে কেঁদে ফেললেন হিটম্যান, মন খারাপ অনুরাগীদের
এদিকে, ঠিক একইভাবে ODI বিশ্বকাপ খেলার ক্ষেত্রে টিম ইন্ডিয়ার জার্সিতে পরিলক্ষিত হয় ২ টি তারা। কারণ, ভারতীয় দল এখনও পর্যন্ত ১৯৮৩ এবং ২০১১ সালে মোট ২ বার ODI বিশ্বকাপ জিতেছে। যদিও, ভারত যখন কোথাও সীমিত ওভারের সিরিজ খেলতে যায় সেক্ষেত্রে টিম ইন্ডিয়া জার্সিতে থাকে ৩ টি তারা।
আরও পড়ুন: ম্যাচ ফিক্সিং করে গিয়েছেন জেলে! বিশ্বকাপের আগে ভিসা পাচ্ছেন না পাকিস্তানের এই খেলোয়াড়, সঙ্কটে টিম
কারণ, ওই ৩ টি তারা আন্তর্জাতিক T20 অথবা ODI ম্যাচ খেলার সময়ে ৩ টি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে জার্সিতে ব্যবহার করা হয়। উল্লেখ্য যে, T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সিতে কিছু পরিবর্তন ঘটেছে। যেখানে প্রধান পরিবর্তন ঘটেছে রঙে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল T20 বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে।