বিধানসভার আলোচনা কেন লাইভ স্ট্রিমিং হয় না? ‘কীসের ভয়?’ এবার বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনে একাধিকবার তেতে উঠেছে রাজ্য বিধানসভা (West Bengal Assembly)। মঙ্গলবার যেমন ফের একবার দেখা গেল সেই দৃশ্য। দোল উৎসবের দিনও বাংলার হিন্দুরা আক্রমণের হাত থেকে রেহাই পায়নি, এই অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায় বিজেপি (BJP)। অধ্যক্ষ তাতে রাজি হননি। এরপরেই ওয়াকআউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। পরবর্তীতে বিধানসভার বাইরে এই নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গ বিধানসভার আলোচনা কেন সরাসরি সম্প্রচার করা হয় না? প্রশ্ন তোলেন তিনি।

ফের বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)!

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘গোয়া, মণিপুরের মতো ছোট রাজ্যেও বিধানসভার আলোচনা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখা যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে বিধানসভায় কী আলোচনা হচ্ছে সেটা মানুষ জানতে পারেন না। কারণ এখানে লাইভ স্ট্রিমিং হয় না। কীসের ভয়?’

এখানেই না থেমে সরকারকে একহাত নেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা বলেন, ‘এই সরকার তার দায়বদ্ধতা পালন করছে না। বিধানসভাকে প্রহসনে পরিণত করেছে। সেই জন্যই বিজেপি বিধায়কদের বিধানসভার ভেতরে এবং বাইরে সমানে প্রতিবাদ দেখাতে হচ্ছে’।

আরও পড়ুনঃ ঐতিহাসিক! বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে বড় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট

রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগ, দোল উৎসবের সময় বাংলার নানান প্রান্তে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। শাসকের নেতৃত্বে বাংলার হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে এই অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চান বিজেপির মুখ্য সচেতক তথা বিধায়ক শঙ্কর ঘোষ। বীরভূমের সাঁইথিয়ায় ১৬৩ ধারা কেন জারি করা হয়েছে? এই নিয়ে সভায় সরকারের বিবৃতি দাবি করেন তিনি।

suvendu adhikari

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘এদের কাছে কোনও জবাব নেই। সেই কারণে বিজেপির প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনও আলোচনা হয় না’। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে গেরুয়া শিবিরকে কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আগের দিনই বিমান বলেন, ‘বিজেপির কাজই হল বিশৃঙ্খলা তৈরি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন হচ্ছে, তাতে কোনও ইস্যু না খুঁজে পেয়ে পরিকল্পিতভাবে রোজ বিধানসভায় অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর