দল কেন ভাঙ্গছে? সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে?- প্রশান্ত কিশোরকে সরাসরি প্রশ্ন করলেন মমতা ব্যানার্জী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে ক্রমাগত ভাঙ্গনের মুখে পড়তে হচ্ছে তৃণমূল শিবিরকে। এবার সরাসরি ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (prasant kishore) কাছে দল ভাঙ্গনের কারণ জানতে চাইলেন তৃণমূল নেত্রী মমতা ব্যনার্জী (mamata banerjee)। লোকসভা নির্বাচনের পর তাঁকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য নিয়ে এলেও, এখন দেখা যাচ্ছে উল্টে দল ভাঙ্গনের মুখে এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে দলীয় কর্মীদের মনে জন্মাচ্ছে দলের বিরুদ্ধে ক্ষোভ।

লোকসভা নির্বাচনের পর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যনার্জী দল ধরে রাখার এবং দল থেকে দুর্নীতিগ্রস্থদের খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে। সেইমত কাজ শুরু করে পিকের টিম। কিন্তু একুশের নির্বাচন আসার আগেই দেখা গেল দল গড়া তো দূরস্থর, দল ছেড়ে একে একে অন্য দলের পতাকা হাতে তুলে নিচ্ছেন দলের বিভিন্ন হেভিওয়েট নেতৃত্বরাই।

ক্ষোভ জন্মাচ্ছে দলের বিরুদ্ধে, বাড়ছে দূরত্ব। দল ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্তসহ আরও অনেক শীর্ষ স্থানীয় নেতৃত্বরাই। এরপরও দলের মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে বেসুরো আওয়াজ। মমতা ব্যনার্জী শুক্রবার বিকেলে দলীয় নেতাদের সঙ্গে কালীঘাটের বৈঠকে সরাসরি প্রশান্ত কিশোরকে জিজ্ঞেসা করলেন সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে?

দলের ভাঙ্গন রুখতে শুক্রবার বিকেলে তড়িঘড়ি এক বৈঠক ডেকেছিলেন মমতা ব্যনার্জী। সেখানে সকলের সামনে তিনি বলেন, ‘দল থেকে কে গেল, কে এল তা নিয়ে তৃণমূল একদমই উদ্বিগ্ন নয়। দল অনেক বড় আছে। যারা গেছেন, তারা দলের বোঝা ছিল। ভালো হয়েছে নিজেরাই চলে গেছে। ঝড়া পাতার জায়গায় আবারও নতুন করে পাতা জগাবে’।

এরপরই তিনি প্রশান্ত কিশোরের আকছে জানতে চান- ‘এরকম পরিস্থিতি কেন হল? সমস্যা কোথায় হচ্ছে? এসব কেন হচ্ছে বলে মনে করেন আপনি?’ উত্তরে প্রশান্ত কিশোর জানান- ‘বিজেপি থেকে বিভিন্ন এজেন্সির ভয় দেখানো হচ্ছে। আবার অনেকে লোভে পড়েও দল বদল করছেন’। পিকের কথার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন- ‘বাকি যারা রয়েছেন, তাদের ভালো করে বোঝান’।

X