বলিউডের নাম ‘বলিউড’ কেন? ‘টলিউড’ নামকরণের রহস্যই বা কী? চমকে দেবে আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক: ‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান’। এটাই কবির ভাষায় ভারতবর্ষ। এখানে ধর্ম, মত, ভাষা নির্বিশেষে মানুষ বসবাস করেন। জায়গা বদলানোর সঙ্গে সঙ্গে বদলায় বাকি সবকিছু। এই বদলটা পরিলক্ষিত হয় সংষ্কৃতি, বিনোদন জগতেও। একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry) নিয়ে তৈরি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। ভিন্ন ভিন্ন ভাষার ইন্ডাস্ট্রিগুলি পরিচিত বলিউড (Bollywood), টলিউড (Tollywood), কলিউড (Kollywood) নামে।

ভারতীয় ছবি মানেই বলিউড, এক সময় এমনি ধারণা ছিল বেশিরভাগ মানুষের। জনপ্রিয়তা ধরে রাখলেও বিগত কয়েক বছরে দক্ষিণী ছবির উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। দেশের বাইরে হুড়মুড়িয়ে বেড়েছে তেলুগু, কন্নড় ছবির দর্শক। এখন আর বলিউড সর্বেসর্বা নয়। একই সঙ্গে উঠে এসেছে টলিউড, কলিউড, স্যান্ডালউড এর মতো ইন্ডাস্ট্রি। কিন্তু কখনো ভেবে দেখেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিগুলির এমন নামকরণের কারণ কী?

Why it is named as bollywood, tollywood

বলিউডের নাম কেন বলিউড? 

বলিউড অর্থাৎ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। ভারতীয় সিনেমায় সবথেকে বড় ইন্ডাস্ট্রি বলা যায় বলিউডকে। তৎকালীন বম্বে, বর্তমান মুম্বইকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বিশাল ইন্ডাস্ট্রি। বলিউডের নাম ‘বলিউড’ রাখার পেছনে জায়গাটাই সবথেকে বড় কারণ। আসলে তৎকালীন বম্বে শহরে গড়ে ওঠায় আদ্যক্ষর নিয়ে নামকরণ করা হয়েছিল বলিউড। পাশ্চাত্য সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডের অনুকরণে নাম হয় বলিউডের।

টলিউডের নাম টলিউড কেন? 

এই প্রশ্নের উত্তর জানার আগে জানিয়ে দিই, একটি নয় দুটি ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচিত টলিউড নামে। বাঙালি মাত্রই টলিউড নামে চেনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এক্ষেত্রেও জায়গার নামে নামকরণ হয়েছে ইন্ডাস্ট্রির। টালিগঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে টলিউড।

বর্তমানে আরো বিভিন্ন জায়গায় স্টুডিও তৈরি হলেও আসল স্টুডিওপাড়া বলতে টালিগঞ্জকেই বোঝানো হয়। উত্তম কুমারেরও আগের আমল থেকে সেখানে শুটিং হয়ে আসছে ছবির। টালিগঞ্জ থেকেই ইন্ডাস্ট্রির নাম হয়েছে টলিউড। উল্লেখ্য, ব্রিটিশ শাসনকালে হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে এই ইন্ডাস্ট্রিরই কিন্তু প্রথম নামকরণ হয়। এছাড়াও আরো এক ইন্ডাস্ট্রি পরিচিত টলিউড নামে। সেটা হল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তেলুগু ভাষার সিনেমা তৈরি হয় বলেই এই ইন্ডাস্ট্রির নাম টলিউড।

Why it is named as bollywood, tollywood

কলিউড নামকরণের রহস্য

কলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি হল আসলে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। তামিল ভাষায় তৈরি হওয়া সব ছবিই কলিউডের অন্তর্গত। মূলত চেন্নাইয়ের কোডামবক্কম এলাকায় গড়ে ওঠার কারণে জায়গার নামের আদ্যক্ষর দিয়ে নামকরণ হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির।

স্যান্ডালউড নামের কারণ কী? 

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম স্যান্ডালউড। এর জন্য ভৌগোলিক কারণই মূলত দায়ী। আসলে কর্ণাটকে চন্দন কাঠ ওরফে স্যান্ডালউড প্রচুর পরিমাণে তৈরি হয়। সেখান থেকেই কন্নড় ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রির নামও হয়ে গিয়েছে স্যান্ডালউড ফিল্ম ইন্ডাস্ট্রি।

এখানেই শেষ হচ্ছে না। হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে আরো নামকরণ হয়েছে বিভিন্ন ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রির। উদাহরণ স্বরূপ পঞ্জাবি ছবির ইন্ডাস্ট্রিকে বলা হয় পলিউড। ভোজপুরি ভাষার ছবি তৈরি হয় ভোজিউডে। মালয়ালম ভাষার কারণে এই ইন্ডাস্ট্রির নাম হয়েছে মলিউড।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর