দলের জয়ে কেন খুশি পালন করেন নি নিউজিল্যান্ডের এই প্লেয়ার, কারণ জানালেন নিজেই

বাংলা হান্ট ডেস্কঃ ১১ বলে একটি চার আর তিনটি গগনচুম্বী ছয় মেরে জেমস নিশাম (James Neesham) টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের বাজি পাল্টে দেন। শেষের দিকে নিশামের ব্যাট থেকে আগুন ঝড়ায় নিউজিল্যান্ড (New Zealand) সেমিফাইনালে ইংল্যান্ডকে (England) হারিয়ে ফাইনালে যাওয়ার টিকিট হাসিল করে নেয়। ১৯ তম ওভারের শেষ বলে ক্রিস ওকসের বলে ড্যারিল মিচেল চার মারতেই নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ওই চারই তাঁদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে যাওয়ার সুযোগ করে দেয়।

টানটান উত্তেজনার ম্যাচে দল জিতে যাওয়ায় নিউজিল্যান্ডের প্লেয়ারদের খুশির বাঁধ ভেঙে যায়। তাঁরা সবাই আনন্দে লাফাতে শুরু করে, ডাগ আউট ছেড়ে মাঠের দিকে দৌড়াতে থাকে কিউয়িরা। কিন্তু বিধ্বংসী ব্যাট করে ১১ বলে ২৭ রান করা নিশাম চুপচাপ একটি চেয়ারে বসে থাকেন। তাঁর এমন চুপ করে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চারিদিকে তাঁকে নিয়ে মিম শুরু হয়ে যায়।

নিউজিল্যান্ড ফাইনালে চলে যাওয়ার পরেও নিশামের স্বভাবে কোনও পরিবর্তন দেখা যায়না। তাঁকে সাধারণ দিনের মতো চুপচাপ বসে থাকতে যায়। একদিকে সতীর্থরা যখন আনন্দ করছে, তখন নিশামের এই চুপ করে বসে থাকা সবাইকে অবাক করে দেয়। চারিদিকে এই নিয়ে প্রশ্ন ওঠার পর নিশাম প্রথমবার প্রতিক্রিয়া দেন।

নিজের ভাইরাল হওয়া ছবি ESPN-র ট্যুইটার হ্যান্ডেলে দেখেন নিশাম। আর সেই ছবিকেই রিট্যুইট করে তিনি এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দেন। নিশাম ইএসপিএনের ছবি রিট্যুইট করে শুধু লেখেন, ‘কাজ শেষ? আমার তো মনে হয় না”। নিশামের এই এক লাইনের স্ট্যাটাস অনেক কিছুই বলে দিচ্ছে

Screenshot 2021 11 11 at 12.20.06 PM

২০০৭ থেকে শুরু হওয়ার টি-২০ বিশ্বকাপে প্রথমবার নিউজিল্যান্ড ফাইনালে গিয়েছে। তবে নিশাম শুধু ফাইনালে ওঠা নিয়েই সন্তুষ্ট থাকতে চায় না। সে ট্রফি জিতেই যে আনন্দ করবে, সেটা পরিস্কার বুঝিয়ে দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর