বাংলা হান্ট ডেস্কঃ আজ ম্যাঞ্চেস্টারে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত (India) এবং ইংল্যান্ড (England)। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটিতে জয় লাভ করে ভারত। তবে পরেরটিতে হার স্বীকার করতে হয় তাদের। ফলে এই ম্যাচটি কার্যত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। জয়ী দল সিরিজ পকেটে পুরে নেবে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন না বিশ্বের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), যা হতবাক করে তুলেছে সকল ভারতীয় ফ্যানকে। তার স্থানে মহম্মদ সিরাজকে খেলানো হলেও এই ম্যাচে বুমরার মতো বোলারকে কেন খেলানো হলো না, তা ঘিরে একাধিক প্রশ্ন জাগতে শুরু করে সকলের মনে।
এদিন টসে জয়লাভ করে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেই সময় সকলকে হতবাক করে তিনি বলেন, “দলে একটা পরিবর্তন করা হয়েছে। বুমরার জায়গায় আমরা মহম্মদ সিরাজকে খেলাতে চলেছি।” স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়ে সকলে। পরে অবশ্য কারণ ব্যাখ্যা করে রোহিত জানান, “বুমরার পিঠে টান লেগেছে। তাই ওকে খেলানো হচ্ছে না। এক্ষেত্রে আমরা কোন রকম ঝুঁকি নিচ্ছি না।”
পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, “পিঠে টান লাগার কারণে বুমরা খেলছে না। অর্শদীপ সিং সম্পূর্ণরূপে চোটমুক্ত নয়। তাই ওকে খেলানো হয়নি।”
এদিন টসের সময় রোহিত শর্মা জানান, “আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের ম্যাচে ১০০ ওভারে পিচ বদলাবে না বলে আশা করা হচ্ছে। আজকের ম্যাচে আমাদের সকলকে ভালো খেলতে হবে। গত ম্যাচে আমরা পরাজিত হয়েছি, সেখানকার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আজ খেলতে হবে। টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো বল করেছি। আশা করছি, আজকেও তা জারি রাখবো।”
এদিন প্রথমে ব্যাট করতে নেমে পরপর কয়েকটি উইকেট হারায় ইংল্যান্ড। পরবর্তীতে বাটলার এবং রয় কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও অবশেষে 259 রানে শেষ হয়ে যায় তাদের ব্যাটিং। ভারতীয় দলের হয়ে হার্দিক পান্ডিয়া এবং চাহাল যথাক্রমে চার এবং তিনটি উইকেট নিয়েছেন।