বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশি বাকি নেই। তার আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। কারণ, গত টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) টুর্নামেন্টের বাইরে রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে BCCI স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে বুমরাহের নাম ছিল না। বিসিসিআই তার বিবৃতিতে বলেছে, জসপ্রীত বুমরাহ চোটের সম্মুখীন হয়েছেন। এই কারণে তিনি আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে।
কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah):
প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট ম্যাচ চলাকালীন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চোট পেয়েছিলেন। তারপর থেকে তিনি দলের বাইরেই রয়েছেন। অনুমান করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি হয়তো ফিট হবেন। কিন্তু, তা ঘটেনি। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়া স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে।
Huge responsibility on the shoulders of India’s bowling attack with Jasprit Bumrah out of the #ChampionsTrophy
More https://t.co/0QokrBzMGE pic.twitter.com/W7PuPhsTTw
— ICC (@ICC) February 12, 2025
জসপ্রীত বুমরাহকে ফিট ঘোষণা করেছে NCA: এদিকে, এখন খবর আসছে যে বুমরাহকে (Jasprit Bumrah) মেডিক্যালি ফিট ঘোষণা করা হয়েছে। PTI-এর রিপোর্ট অনুযায়ী, বুমরাহকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তথা NCA ফিট ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচক অজিত আগরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছিল তিনি বুমরাহকে দলে রাখতে চান কি না।
আরও পড়ুন: প্রতিদিন খালি থাকে কয়েকশো সিট! এই এক্সপ্রেস ট্রেনের জন্যই রেলের ক্ষতি হচ্ছে ৬২৮৮০০০০০ টাকা
এদিকে, অজিত আগরকার তারপরে অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেন। এরপর সিদ্ধান্ত হয় যে পুরোপুরি ফিট রয়েছেন এমন খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজানোটাই ভালো হবে। আসলে বুমরাহের (Jasprit Bumrah) ফিটনেস নিয়ে সন্দেহ ছিল। এই কারণে হর্ষিত রানাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এইভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের বাইরে চলে যান জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন: ভারতের কামাল! এবার এই সেক্টরে “খেল খতম” হবে চিনের, বড় আপডেট সামনে আনলেন বৈষ্ণব
রিপোর্ট অনুসারে, NCA জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করেছিল। কিন্তু তারা এটা বলতে পারেনি যে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো টুর্নামেন্ট জুড়ে বল করতে পারবেন কি না। তাই, তাঁকে নিয়ে সংশয় সৃষ্টি হয়। এই কারণে নির্বাচকরা বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাঁকে দল থেকে বাদ রাখেন। এমতাবস্থায়, বুমরাহ ছাড়া ভারত কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্স প্রদর্শন করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।