দুই বাচ্চার বাবা সইফকে বিয়ে, সঙ্গ দিয়েছেন শাশুড়িও! এত বছর পর মুখ খুললেন করিনা

বাংলা হান্ট ডেস্ক : করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ওরফে বেবো আবারো সংবাদ শিরোনামে এসেছেন। শীঘ্রই তার ‘জানে জান’ ছবিটি মুক্তি পাবে। তবে এবার আর বড় পর্দায় নয়, OTT এর মিনি পর্দায় আসছে সেই ছবি। লাল সিং চাড্ডা যেভাবে পর্যদুস্ত হয় তারপর থেকে আর বড়পর্দায় সেভাবে আসেননি নায়িকা। তাই হেন অবস্থায় OTT এর মাধ্যমেই কামব্যাক করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।

OTT তে মুক্তি পাওয়া ছবিতে করিনা কাপুরকে দেখা যাবে প্রধান ভূমিকায়। এদিকে কেরিয়ারের শীর্ষে নামের শেষে খান জুড়ে লাখো ভক্তের হৃদয় খান খান করেন তিনি। তবে নিজের নিয়ে নিয়ে কোনোদিনই মুখ খুলতে দেখা যায়নি তাকে। বরং প্রতিবারই দেখা গিয়েছে এই বিষয়টাকে এড়িয়ে যেতে। কিন্তু সম্প্রতি বিয়ে নিয়ে জানান অভিনেত্রী।

করিনার কথায়, ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়ই অভিনেত্রী একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যা তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এসময় তিনি তার শাশুড়িমাকে পাশে পান। আসলে নায়িকা যে চ্যালেঞ্জের কথা বলেছেন তা আসলে তার বিয়ে। একরকম শাশুড়ির দৌলতেই বিয়ে সারেন তিনি। কারণ তিনি যখন দিকবেদিক শুন্য হয়েছিলেন তখন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) বলেন করিনার উচিৎ এই চ্যালেঞ্জ গ্রহণ করা।

আরও পড়ুন : ‘শেষকৃত্যের কাঠ জমা করে রেখেছি, এটাই আমার পুঁজি…’, জীবন নিয়ে আবেগঘন বার্তা নানা পাটেকর

শাশুড়ির কথা শোনার পর করিনার মধ্যে নতুন আত্মবিশ্বাস জন্মায়। এরপরই তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। এরপরই অভিনেত্রী দুই সন্তানের পিতা ডিভোর্সি সইফ আলি খানকে বিয়ে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা বলেন, ‘সে সময় লোকে বলেন তুমি কেন বিয়ে করছ, তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, কেউ আর সিনেমায় নেবেনা।’ এদিকে নায়িকা যে তখন সাইফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেকথা স্বীকার করে নেন।

আরও পড়ুন : দুর্গাপূজার ফিতে কেটেই লাখপতি! পুজো উদ্বোধনে টলিউড তারকাদের দর কত জানেন?

sharmila kareena saif 1652354592434 1652354592628

উল্লেখ্য যে, গত ২০১২ সালের ১৬ অক্টোবর সাইফকে বিয়ে করেন করিনা। বর্তমানে তিনি আবার দুই সন্তানের বাবা। সন্তানের নামকরণ নিয়েও বড় বিতর্ক তৈরী হয় করিনার জীবনে। ভারত আক্রমনকারী বর্বর তৈমুর লঙের নামের সাথে মিলিয়ে বড় সন্তানের নামকরণ করেন। পরবর্তী সময়ে আরো নানাবিধ বিতর্কে জড়িয়ে যাওয়ার কারণে আজ বিতর্ক এবং করিনা কাপুর খান যেন সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর