দুর্গাপূজার ফিতে কেটেই লাখপতি! পুজো উদ্বোধনে টলিউড তারকাদের দর কত জানেন?

বাংলা হান্ট ডেস্ক : সেপ্টেম্বর মাসের অর্ধেক মাস তো পার হয়েই গেল। হাতে মাত্র আর কয়েকটা দিন আর তারপরেই বিশ্বকর্মা পুজো। আর তারপরেই গুটি গুটি পায়ে শুরু হয়ে যাবে মায়ের আরাধনা। ইতিমধ্যেই মায়ের আগমণের প্রস্তুতি তুঙ্গে। কোন ক্লাবের পুজো কে উদ্বোধন করবে সেই নিয়েও চর্চা তুঙ্গে। আর এই সিজনটাতে বড়পর্দা থেকে ছোটপর্দা প্রত্যেক শিল্পীরই চাহিদা তুঙ্গে।

গ্রামের দিকে পুজো কমিটিগুলির বাজেট যেহেতু তুলনামূলক কম হয় তাই তারা ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদেরই বেশি প্রেফার করে থাকেন। মিঠাই থেকে শুরু করে জগদ্ধাত্রী, দীপাদের চাহিদা এখন রীতিমতো তুঙ্গে। যে কারণে বিগত কয়েক বছর বড়পর্দার তারকাদের বাজার একটু পড়ে এসেছিল। তবে এবছরের ছবিটা একটু অন্যরকম।

সূত্রের খবর, চলতি বছরটা সবচেয়ে বড় ছক্কা মেরেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। এমনিতেও পুজো উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বেশি চাহিদা এই অভিনেত্রীরই। যে কারণে তার পারিশ্রমিকের অঙ্কটাও আকাশছোঁয়া। জানা যাচ্ছে, একটা পুজো উদ্বোধন করতে নাকি পাঁচ লক্ষ টাকা দর হাঁকিয়েছেন কোয়েল। আর ঠিক তারপরেই রয়েছে প্রসেনজিৎ-র নাম।

আরও পড়ুন : সেলফি তোলার বায়না করতেই অনুরাগীকে সপাটে চড় রেখার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

প্রতিযোগিতায় পিছিয়ে নেই দেব, অঙ্কুশরাও। তারাও বড় দাঁও মারতে চাইছেন। এবছর মোটা দর পেলে ফি বছর সেই অংক আরো বাড়বে। আগে শুধু ছোটপর্দার নায়ক নায়িকাদের পুজো উদ্বোধনে দেখা গেলেও এখন সেই বাজারও ধরার জন্য উঠেপড়ে লেগেছেন বড় পর্দার নায়ক নায়িকারাও। এক আবাসনের সাথে অন্য আবাসনের প্রতিযোগিতার বড় ফায়দা লুটছেন তারকা অভিনেতা অভিনেত্রীরা।

আরও পড়ুন : ‘সাদা হাতি’, চেহারা নিয়ে কটাক্ষ! নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে ছোটপর্দায় নাম লেখালেন শুভশ্রীর দিদি

tanuj adhikary b3knp6y8q4m unsplash 1664347784204 1664347811623 1664347811623

এদিকে খবর আসছে যে, কোয়েল মল্লিকের জন্য বড় দর হাঁকালেও এবছর পাত্তা পাননি নুসরত। কোয়েল, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরাট চাহিদা এই বাজারে। আবার সিরিয়ালের মুখ যেমন, দীপা, জগদ্ধাত্রীরাও মোটামুটি দর পাচ্ছেন। যেমন ‘অনুরাগের ছোঁয়া’র স্বস্তিকা ঘোষের পারিশ্রমিক ৫০ হাজার টাকা। উল্লেখ্য যে, পাড়ার ক্লাব এবং আবাসনের নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলতে থেকে কে কত বড় স্টারকে আনতে পারে। পুজোর উদ্বোধনে তাই পাড়ায় পাড়ায় ঢল নামে ঠাকুর দেখার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর