বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এর শুরুটা আদৌ ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য। সামগ্রিকভাবে KKR-এর পারফরম্যান্স এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। চলতি মরশুমে ৩ টি ম্যাচ খেলে ফেলেছে KKR। যার মধ্যে ২ টিতে পরাজিত হয়েছে নাইট শিবির। জয় মিলেছে ১ টি ম্যাচে। গত সোমবার KKR মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচেও ৮ উইকেটে শোচনীয় হারের সম্মুখীন হতে হয় KKR-কে।
কেন বারবার ব্যর্থ হচ্ছে KKR (Kolkata Knight Riders):
এদিকে, কলকাতা নাইট রাইডার্স যেভাবে পারফরম্যান্স প্রদর্শন করছে তা নিয়ে দলের সমর্থকরা চিন্তিত। এমনকি, অনেকে এটাও মনে করছেন যে এভাবে পারফরম্যান্সের ধারা বজায় থাকলে প্লে-অফে ওঠার পথটাও অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের সেই ৩ টি কারণের প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলির জন্য IPL-এর এই মরশুমের শুরু থেকে দাপট দেখাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
Haal chhero na pic.twitter.com/WmovI40Ymb
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2025
১. ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং ব্যাট হাতে ফ্লপ: প্রথমেই জানিয়ে রাখি যে, KKR (Kolkata Knight Riders)-এর অন্যতম দুই প্রধান ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং এই মরশুমে এখনও পর্যন্ত কোনও দাপট দেখাতে পারেননি। ভেঙ্কটেশ ২ ইনিংসে মাত্র ৯ রান করতে সক্ষম হয়েছেন। রিঙ্কুও একই সংখ্যক ইনিংস খেলে মাত্র ২৯ রান করেছেন। এমতাবস্থায়, দলের এই দুই প্রধান ব্যাটারের ফ্লপ পারফরম্যান্সের কারণে কলকাতা প্রত্যাশা অনুযায়ী স্কোর করতে পারছে না এবং প্রতিপক্ষ দলগুলি এর সুযোগ নিচ্ছে।
আরও পড়ুন: ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন কোহলি? রাখঢাক না রেখে নিজেই দিলেন “বিরাট” প্রতিক্রিয়া, জানালেন…..
২. ফাস্ট বোলারদের সাধারণ পারফরম্যান্স: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ফাস্ট বোলিং বিভাগে হর্ষিত রানা, বৈভব অরোরা এবং স্পেন্সার জনসনের ওপর নির্ভরশীল। কিন্তু, এই ৩ জনই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। শুরুর দিকের ওভারগুলিতে ব্যর্থতায় ভুগছেন স্পিনাররাও। এই ৩ জন মিলে ৩ ম্যাচে মাত্র ৭ টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ভারতের অস্ত্র জিতল ইউরোপের মন! আর্মেনিয়া-ফ্রান্সের পর এবার এই দেশ চাইছে “ব্রহ্মাস্ত্র”
৩. আন্দ্রে রাসেলের ওপর যথেষ্ট আস্থা প্রদর্শন না করা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের মুখ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ঠিকভাবে ব্যবহার করেনি। রাসেলকে খুব্বক্ত বেশি বোলিংয়ে ব্যবহার করা হয়নি। অন্যদিকে, ব্যাটিংয়ের ক্ষেত্রেও তাঁকে অনেকটাই নিচের দিকে নামানো হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাসেলকে ৮ নম্বরে নামানো হয়। এই কারণে, তাঁর কাছে খুব বেশি বিকল্প থাকছে না। তিনি দ্রুত রান করার চেষ্টা করলেও সফল হতে পারছেন না। এমতাবস্থায়, আসন্ন ম্যাচগুলিতে, KKR-কে আন্দ্রে রাসেলের ওপর যথেষ্ট আস্থা দেখাতে হবে।