বাংলা হান্ট ডেস্ক: ক্যালেন্ডার বলছে এখন হেমন্তকাল। সদ্যই জগদ্ধাত্রী পুজোর আমেজ কেটেছে। কিন্তু এদিকে জাঁকিয়ে শীত পড়ার প্রস্তুতি নিচ্ছে আবহাওয়া। প্রতিদিন পারদ পতনের কাহিনীও উঠে আসছে। অর্থাৎ সোয়েটার, কম্বল পরার দিন শুরু। বাঙালিদের ঐতিহ্যবাহী ট্রাঙ্ক থেকে বেরোবে শীতের পোশাক। এমনকি শীতে পড়লো মানেই বাঙালিদের ধুম লাগবে সোয়েটার, কম্বল কেনার। আজকালকার আবার বিভিন্ন ধরনের কম্বল পাওয়া যায়। তবে বাঙালি যতই উন্নত হোক না কেন, শীতকাতুরে বাঙালিরা কিন্তু হৃদয় মুড়াবে সেই লাল লেপেই (Lep)। এখনও পর্যন্ত লাল লেপের (Lep) চাহিদা পুরোনো হলো না।
লেপের (Lep) রং লাল কেন হয় জানেন?
শীত আসলো মানেই, দোকানগুলি ছেয়ে যায় লাল লাল লেপে (Lep)। কারণ আমাদের কাছে লেপের সংজ্ঞা মানেই লাল কাপড়ে ভর্তি তুলো। আচ্ছা আমরা তো সকলেই শীত পড়লেই লাল লেপ (Lep) গায়ে জড়িয়ে নিই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, লেপের রং কেনো লাল হয়? এর পিছনে ঠিক কোন ব্যাখ্যা কাজ করে? ঠিক কোন ইতিহাস রয়েছে এর পিছনে চলুন দেখে নিই।
লেপ শিল্পের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ:
একসময় লেপ শিল্পের জন্য সর্বত্র খ্যাতি লাভ করেছিল মুর্শিদাবাদ। প্রথমে লম্বা আঁশের কার্পাস তুলোর বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে রাখা হতো। এরপর সেই তুলোগুলি শুকিয়ে গেলে মোলায়েম সিল্ক এবং মখমলের মাঝখানে ভরা হত। জানা যায় যে এই মখমলের তার রঙ ছিল লাল। এছাড়াও সুগন্ধির জন্য ব্যবহার করা হতো আতর। কিন্তু বর্তমান সময়ে লাল লেপে মখমল ব্যবহার অতীত। কারণ, এই দুর্মূল্যের বাজারে মখমলের দামও বেশ চড়া। ফলে আর ব্যবহার করা হয় না, কিন্তু লাল কাপড়ের ব্যবহার এখনও রয়েছে।
মুর্শিদকুলি খাঁর আমল থেকে শুরু হয় লাল কাপড়ের লেপ (Lep):
শোনা যায়, লাল কাপড়ে লেপ (Lep) তৈরি শুরু হয় বাংলা, বিহার ও ওড়িশার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে। সেই সময়েই লাল মখমলের কাপড় দিয়ে লেপ (Lep) তৈরি হতো। তবে পরবর্তীতে, মুর্শিদকুলির কন্যার জামাই নবাব সুজাউদ্দিন এই রীতিতে পরিবর্তন এনে মখমলের কাপড়ের বদলে সিল্কের কাপড়ে লেপ (Lep) তৈরি করেন। তবে এতে কোনো নির্দিষ্ট কোন নিয়ম নেই। তখন থেকে আজও লেপ (Lep) কারিগররা লাল কাপড় দিয়েই লেপ (Lep) তৈরি করে থাকেন।
আরও পড়ুন: নভেম্বরে আর…! কেবল শিরশিরানিই সার! কনকনে শীত কবে? জানাল আবহাওয়া অফিস
নবাবরাও লাল কাপড়ের লেপ ব্যবহার করেন:
আবার কিছু লেপ (Lep) কারিগরদের মতে, লেপ (Lep) তৈরীর সময় লাল কাপড়ের ব্যবহার নাকি নবাবদের রীতি। আর সেই থেকেই এই রীতি আজও মেনে চলে বাঙালিরা। খালি মখমল কাপড়ের ব্যবহার বন্ধ হয়েছে, তবে লাল কাপড়ের ব্যবহার বন্ধ হয়নি। আবার কিছু ব্যক্তি বলেন, লেপ (Lep) যেহেতু তুলোর হয়ে থাকে তাই সহজে ধোয়া যায় না। তাই ময়লার হাত থেকে বাঁচাতে লেপ তৈরিতে লাল রঙ ব্যবহার করা হয়। এতে করে সহজে লেপ ময়লা হয় না। আর ময়লা জমলেও লাল রঙের উপর খুব একটা ফুটে ওঠে না।
অর্থাৎ বোঝাই যাচ্ছে লেপের উপর লাল রঙের ব্যবহার নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে। কিন্তু এর পিছনে সঠিক কোন ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। অনেকের মতে, শুধুমাত্র ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্যই নাকি লাল রংয়ের কাপড় দিয়ে লেপ (Lep) তৈরি করা হয়। এছাড়া আর অন্য কোন কাহিনী নেই।