বাংলাহান্ট ডেস্ক : বিয়ের প্রথম বছরটা হল ‘নিম ফুলের মধু’। তেঁতোটুকু পার করলে তবেই মিঠের হদিশ পাওয়া যায়। এই টাইটেল নিয়েই শুরু হয়েছিল নিম ফুলের মধুর (Serial) পথ চলা। দীর্ঘ আড়াই বছর পেরিয়ে ৮৩৮ পর্বে এসে থামল সফর। জি বাংলার সবথেকে জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম ছিল এই ধারাবাহিক। রবিবার ৯ ই মার্চ চোখের জলে দর্শকরা বিদায় দিল এই সিরিয়ালকে (Serial)।
শেষ হল নিম ফুলের মধু সিরিয়াল (Serial)
নিম ফুলের মধুর (Serial) শেষটা কেমন হবে, তা নিয়ে অব্যাহত ছিল জল্পনা। গুঞ্জন শোনা যাচ্ছিল, সম্ভবত মৃত্যু দিয়ে শেষ হতে পারে সিরিয়াল। কিন্তু শেষে দেখা গেল ইশার জারিজুরি ফাঁস হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিবাচক ভাবেই শেষ হয় নিম ফুলের মধু। শেষ পর্বে সিরিয়ালের (Serial) সমগ্র টিমকেও একত্রিত হতে দেখা গিয়েছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন কিছু মানুষ।
শেষ দিনে অনুপস্থিত ঠাম্মি: নিম ফুলের প্রথম দিককার সদস্য ছোট বুবাই, পরিচারিকা মিনতির মতো চরিত্রগুলি, ধ্যাষ্টামো জেঠুকেও দেখা গিয়েছিল শেষ পর্বের শুটিংয়ে (Serial)। কিন্তু ছোটকা এবং ছোট কাকিমাকে দেখা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকে। এমনকি উপস্থিত ছিলেন না ঠাম্মি ওরফে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীও। ঠাম্মি চরিত্রটি নিম ফুলের প্রাণ। প্রথম থেকেই এই চরিত্রটি সিরিয়ালের (Serial) সঙ্গে যুক্ত ছিল। এমনকি ঠাম্মিই পর্ণাকে বলেছিলেন বিয়ের এক বছর পরেই মিঠের হদিশ পাওয়া যায়। অথচ শেষ দিনে তাঁকেই দেখা গেল না!
আরো পড়ুন : ঘুরে যাবে খেলা, নতুন সিরিয়ালে এন্ট্রি “জাত” ভিলেনের! TRP-তে হবে পরিবর্তন?
কী হয়েছে লিলি চক্রবর্তীর: এর আগেও অসুস্থতার কারণে নিম ফুলের মধুর (Serial) শুটিংয়ে অনুপস্থিত থেকেছেন লিলি চক্রবর্তী। তবে সুস্থ হয়ে আবার তিনি ফিরেছেন শুটিংয়ে। কাজ ছাড়া তিনি থাকতে পারেন না, তা আগেও জানিয়েছেন। কিন্তু নিম ফুলের (Serial) শেষ দিনে তাঁকে দেখতে না পেয়ে বেশ চিন্তাতেই পড়েছেন দর্শকরা। তিনি সুস্থ আছেন তো? এই প্রশ্নটাই ঘুরছে দর্শকদের মনে।
আরো পড়ুন : “আমি মিম মেটিরিয়াল…”, স্বামী-স্ত্রী থেকে দাদা-বোন! বিতর্ক নিয়ে বিষ্ফোরক ‘ফুলকি’ দিব্যানী
প্রসঙ্গত, সন্ধ্যা ছটায় নিম ফুলের মধুর স্লটে সোমবার থেকে শুরু হল ‘তুই আমার হিরো’। এই ধারাবাহিকে অভিনয় করছেন রুবেল দাস এবং মোহনা মাইতি। প্রথম পর্বেই দর্শকদের মন জয় করে নিয়েছে সিরিয়ালটি।