ভবানীপুরে কেন রেকর্ড ভোটে জিতলেন মমতা, আসল কারণ বাতলে দিলেন দিলীপ ঘোষ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal) হারিয়ে ৫৮৮৩৫ ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেও, দলের সংগঠনের খামতিকেই নিজের হারের জন্য দায়ী করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অন্যদিকে এই ফলকেই কিছুটা আশানুরূপ বলেই দাবী করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দলের পরাজয় প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘ভবানীপুরে সংগঠনের দুর্বলতার কথা আমি স্বীকার করছি। ভোটে জেতার জন্য প্রয়োজনীয় সংগঠন আমাদের ছিল না। তবে একজন নেতা কিন্তু কখনও জয়ী বা পরাজিত হন না, জয় পরাজয় হয় সংগঠনের। মুখ্যমন্ত্রীকে জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছি’।

দল হেরে গেলেও, নিজেকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ বলেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘লড়াই হয়েছে ভবানীপুরে’।

তবে উপনির্বাচন পরবর্তীতে এই ফল আশানুরূপই হয়েছে বলে ইঙ্গিত ছিলেন দিলীপ ঘোষ। যেমনটা আশা করা হয়েছিল, তেমনটাই হয়েছে বলে জানালেন তিনি। এবিষয়ে দিলীপ ঘোষ জানান, ‘ওখানে তো আমরা কখনও জিততে পারিনি। তবে লড়াই দিয়েছি। তাই যেরকমটা আশা করেছিলাম, সেরকমটাই ফলাফল হয়েছে’।

dilip ghosh

দিলীপ ঘোষ আরও বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই ওখানে যেভাবে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হয়েছিল, হিংসাত্মক পরিবেশে ভোট করানো হয়েছে, তাতে করে রেজাল্ট তেমনই হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেকর্ড লিড পাবে তা আশা করিনি, ভেবেছিলাম কিছুটা কম হবে। আসলে মানুষ ওখানে ভয়ে বেরিয়ে এসে ভোট দিতে পারেনি, তাই এই ব্যবধানে জয়ী হয়েছেন’।

X