২৩ অগাস্ট ভারতে কেন পালিত হবে National Space Day? কারণ জানলে গর্বে ভরে উঠবে বুক

বাংলা হান্ট ডেস্ক: আগামী শুক্রবার অর্থাৎ ২৩ অগাস্ট ২০২৪-এ ভারত (India) তার প্রথম জাতীয় মহাকাশ দিবস (National Space Day) উদযাপন করতে প্রস্তুত। গত বছর এই বিশেষ দিনে মহাকাশ ও অ্যারোনটিক্স সেক্টরে ভারতের অর্জিত ঐতিহাসিক কৃতিত্বের জন্য কেন্দ্রীয় সরকার এই দিনটি উদযাপনের ঘোষণা করেছিল। কারণ, এই দিনেই চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছিল চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডার।

ভারতে (India) উদযাপন করা হবে জাতীয় মহাকাশ দিবস:

এমতাবস্থায়, এই দিনটি মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের (India) কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রয়েছে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এবং তাদের যুক্ত করতে জাতীয় মহাকাশ দিবস উদযাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Why National Space Day will be celebrated on August 23 in India?

চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ: জানিয়ে রাখি যে, ২৩ অগাস্ট ২০২৩-এ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চাঁদে বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের মাধ্যমে একটি বিরাট কৃতিত্ব অর্জন করেছে। এই মিশনটির মাধ্যমে ভারত (India) চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চাঁদের দুর্গম দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবতরণকারী প্রথম দেশও হয়ে উঠেছে ভারত।

আরও পড়ুন: হু হু করে এগিয়ে চলেছে দেশ! ২০৪৭ সালের মধ্যেই ৫৫ ট্রিলিয়নের অর্থনীতি হবে ভারতে, দাবি করলেন….

বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার: উল্লেখ্য যে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। প্রজ্ঞান রোভারের সাথে, বিক্রম ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। আর এই সফল অবতরণই অবাক করে গোটা বিশ্বকে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! এইদিন লঞ্চ হতে চলেছে iPhone 16 সিরিজ, থাকছে একাধিক চমক, জেনে নিন ফিচার্স

এদিকে, চন্দ্রযান-৩ মিশনের সাফল্য শুধু মহাকাশ প্রযুক্তিতে ভারতের (India) ক্রমবর্ধমান ক্ষমতাই প্রদর্শন করেনি, এর পাশাপাশি মহাকাশ অনুসন্ধানে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেছে। এছাড়াও, চন্দ্রযান-৩ মিশন সফলভাবে সম্পন্ন করার ফলে ভারত বিশ্বব্যাপী প্রশংসাও কুড়িয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর