কেন ২৯ আগস্ট পালিত হয় National Sports Day? জানলে আপনারও হবে গর্ব

বাংলাহান্ট ডেস্ক: খেলাধুলা আমাদের শারীরিক, গঠনগত ভাবে যতটা উন্নত করে, ঠিক ততটাই মানসিক সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে। আমরা প্রতি বছর ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) পালন করি। কিন্তু জানেন কি? কেন ২৯ আগস্টই পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)? চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনটি সম্পর্কে বিশেষ কিছু তথ্য।

কেন ২৯ আগষ্টই পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)?

২০১২ সাল থেকেই ২৯ আগষ্ট প্রতি বছর পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। এই দিনেই কিংবদন্তি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্ম হয়েছিল। মেজর ধ্যানচাঁদ ‘হকির জাদুকর’ নামেও পরিচিত। তাঁর ২২ বছরের কেরিয়ারে ৪০০ টিরও বেশি হকির গোল করেছিলেন তিনি। তাই সেই কিংবদন্তিকে স্মরণ করেই ভারত সরকার থেকে ২০১২ সালে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) ঘোষণা করেছিল। তারপর থেকে গত ১২ বছর ধরে এই দিনটিতেই পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস।

why national sports day is celebrate on 29 august know the reasons

২৯ আগস্ট অর্থাৎ এই দিনটি কিংবদন্তি হকি প্লেয়ার মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়। কিংবদন্তি এই খেলোয়াড় ১৯০৫ সালে এলাহাবাদের একটি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন। তাই বাবার মতোই তিনিও সেনাবাহিনীতেই যোগদান করেছিলেন। সেখান থেকেই শুরু হয় ধ্যানচাঁদের হকি খেলা। ১৯২৮, ১৯৩২, ১৯৩৬ সালে ভারতীয় দল অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন ধ্যানচাঁদ।

আরও পড়ুন: বহুরুপীর প্রথম ঝলকেই মাত আবির-ঋতাভরীর, নজর কাড়লেন কৌশানিও

১৯৩৬ সালে তাঁর নেতৃত্বেই জার্মানির বিপক্ষে ৮-১ গোলে ম্যাচ জিতিয়ে ছিলেন তিনি। খেলা থেকে অবসর নেওয়ার পরও তিনি হকিতে নিজের অবদান রেখে গিয়েছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসের প্রধান প্রশিক্ষক ছিলেন তিনি। এছাড়াও রাজস্থানের বেশ কয়েকটি কোচিং ক্যাম্পেও শিক্ষকতা করতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন: ‘বুঝতে পেরে একটু অস্বস্তিতে পড়ে যাই!’ নাইট ক্লাবের সেই ঘটনা আজও ভোলেননি ঊষা উত্থুপ

গত কয়েক বছরে মোদী সরকার এই দিনে অর্থাৎ ২৯ আগষ্ট সারাদেশ জুড়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে। এই দিনের কথা মাথায় রেখে অফিসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় খেলাধুলা সংক্রান্ত জিনিসের আয়োজন করা হয়। গত ১২, বছর ধরে মেজর ধ্যানচাঁদের জন্মদিনের দিনই পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর