বাংলা হান্ট ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের সঙ্গে সঙ্গে দেশজুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে বিশেষ প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গের উপর। সম্প্রতি যেভাবে রাজ্য জুড়ে বিক্ষোভের আগুন উস্কে উঠছে এ বার তা নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন তিনি।
যেহেতু শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করে ভাঙচুর চালানো হচ্ছে এবং রেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি রেল স্টেশন মাস্টারের ঘর জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বরাবরই সেসব বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মঙ্গলবার এক অনুষ্ঠানে এসে বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন রাজ্যে রেলের কোটি কোটি টাকা খরচ হয়েছে অথচ এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি
একই সঙ্গে তিনি দীপাবলির দিন পটকা ফাটানোর জন্য 750 জনের গ্রেফতারির প্রসঙ্গ তুলে ধরে এই ঘটনায় কেন এখনও অবধি একজনকেও গ্রেফতার করা হল না? তা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন। যদিও এখনও অবধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচি সহ অন্যান্য কারণে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এমনকি বিজ্ঞাপনী বার্তা দেওয়ার জন্য চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সেগুলির শুনানি রয়েছে বুধবার আবার তার উপরে বিজেপি সাংসদের মামলা করার হুঁশিয়ারি, কতটা কার্যকরী হয় তা দেখার সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, মমতা ব্যানার্জী বলেন, আমরা সকলেই নাগরিক, আমি হিংসা পছন্দ করি না। বিজেপি চায়, হিন্দু-মুসলিম দাঙ্গা হোক। কাউকে বাংলা ছাড়তে দেব না, বললেন মুখ্যমন্ত্রী যাঁরা আপনাদের সঙ্গে আছেন, তাঁদের সঙ্গে নিন, পরামর্শ মমতার। উনি আরও বলেন, কেন্দ্র বলেছিল বিএসএফ চাও, সিআরপিএফ চাও? আমি বলেছি, চাই না, আমাদের পুলিশই যথেষ্ট।