বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাইপ্রোফাইল এই মামলায় একের পর এক অন্য অভিযুক্তরা জামিন পেলেও জেলমুক্তি হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এবার তাঁর জামিন মামলাতেই সিবিআইকে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
পার্থকে (Partha Chatterjee) জামিন নয় কেন? জানতে চাইল শীর্ষ আদালত
২০২২ সালের ২৩ জুলাই পার্থর নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন থেকেই জেলবন্দি প্রাক্তন মন্ত্রী। এদিকে সাম্প্রতিক অতীতে এই মামলার একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। পার্থ ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ থেকে শুরু করে পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সহ একাধিক অভিযুক্তের জেলমুক্তি হয়েছে। তবে কপাল খোলেনি পার্থর।
সম্প্রতি কলকাতার হাইকোর্টের তৃতীয় বেঞ্চের তরফ থেকে পার্থর (Partha Chatterjee) জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এই রায় দেওয়ার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হলফনামা জমা করতে বলা হল।
আরও পড়ুনঃ গাড়িতে ধাক্কা, লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ! ‘হেনস্থা’ হতেই পুলিশের দ্বারস্থ শুভেন্দু
নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত পার্থর জামিন নয় কেন? এবার তার কারণ জানতে চেয়ে কেন্দ্রীয় এজেন্সিকে হলফনামা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এর জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সিবিআইকে (CBI) হলফনামা দিতে বলেছে শীর্ষ আদালত।
এদিকে নিয়োগ মামলায় আবার পার্থর চাপ বাড়িয়েছে তাঁর নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হয়েছেন তিনি। ইতিমধ্যেই আদালতে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন কল্যাণময়। এর ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চাপ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সূত্রের খবর, জেল হাসপাতাল থেকে তাঁকে এসএসকেএমে স্থানান্তর করে বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরির জন্য আদালতে আর্জি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। এই আবহে আগামী দু’সপ্তাহের মধ্যে সিবিআইকে হলফনামা জমা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় এজেন্সি শীর্ষ আদালতে কী জানায় সেটাই এবার দেখার।