বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত-শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে অধিনায়ক রোহিত শর্মা আট উইকেটে ৫৭৪ রানে ভারতের ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় ১৭৫ রান করে অপরাজিত অবস্থায় ক্রিজে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রোহিতের এই সিদ্ধান্তের কারণে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক দ্বিশতরান করার সুযোগ হারান জাদেজা।
এরপরই সোশ্যাল মিডিয়ায় রোহিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়। লোকেরা তাকে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে তুলনা করে ২৯ শে মার্চ ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে যখন সচিন টেন্ডুলকার ১৯৪ রানে অপরাজিত ছিলেন তখন দ্রাবিড় ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ড্রেসিংরুমে গিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন সচিন টেন্ডুলকার। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর রবীন্দ্র জাদেজা নিজেই জানালেন কেন রোহিত সেই সময়ে ইনিংস ডিক্লেয়ার করেছিলেন।
সাংবাদিক সম্মেলনে জাদেজা বলেন, “আমি নিজেই টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম ইনিংস ডিক্লেয়ার করতে, কারণ সে সময় শ্রীলঙ্কার খেলোয়াড়রা ক্লান্ত ছিল। আর আমাদের এটার সদ্ব্যবহার করতে হতো। আমাদের কাছে দ্রুত ক্লান্ত ক্রিকেটারদের উইকের তুলে নেওয়ার সুযোগ ছিল।” প্রসঙ্গত দ্বিতীয় দিনের শেষে ১০৮ রানে চার উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর বোলিংয়েও চমক দেখালেন জাদেজা। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুধ কুরনারত্নেকে আউট করেন তিনি। ২৮ রান করে আউট হন তিনি। শ্রীলঙ্কার অধিনায়ক ছাড়াও শ্রীলঙ্কার থিরিমান্নে ১৭ রান, অ্যানজেলো ম্যাথুস ২২ রান এবং ধনঞ্জয় ডি সিলভা এক রানে আউট হন। জাদেজা ছাড়াও উইকেট পেয়েছেন অশ্বিন এবং বুমরা।