বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় হাসিল করেছে বাংলাদেশ দল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়েছে। এদিকে, বাংলাদেশের এই ঐতিহাসিক কৃতিত্বে গুরুত্বপূর্ণ অবদান ছিল দলের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। তবে, দ্বিতীয় টেস্টের আগেই দল থেকে বাদ পড়ার আশঙ্কার মধ্যে ছিলেন তিনি। এর পেছনে প্রধান কারণ হল বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি খুনের মামলা।
জেলে যাওয়ার ভয়ে বাংলাদেশে ফিরলেন না শাকিব (Shakib Al Hasan)?
তবে, ওই টেস্টের গুরুত্ব বিবেচনা করে সিরিজের পর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও, এখন সিরিজ শেষ হওয়ার পর দেশে ফিরে না গিয়ে ইংল্যান্ডে চলে গেছেন শাকিব (Shakib Al Hasan)। আর এতেই প্রশ্ন উঠছে যে, ওই খুনের মামলায় জেলে যাওয়ার ভয়েই কি সাকিব ইংল্যান্ডে পালিয়ে গেছেন?
শাকিব কেন ইংল্যান্ডে গেলেন: পাকিস্তানের বিরুদ্ধে এই বিরাট জয় হাসিল করে বর্তমানে বাংলাদেশ দল উদযাপনে ব্যস্ত থাকলেও ইংল্যান্ডে চলে গেছেন সাকিব আল হাসান। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সেখানে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। এরপর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সরাসরি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আর এই কারণেই তিনি পাড়ি দিয়েছেন ইংল্যান্ডে। এমতাবস্থায়, এটা নিশ্চিত যে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে শাকিব (Shakib Al Hasan) জোরদার অনুশীলন করতে চান।
আরও পড়ুন: খেলেছেন মাত্র ৩ টি ম্যাচ! BCCI-তে জয় শাহের স্থলাভিষিক্ত হবেন এই প্রাক্তন ক্রিকেটার? শুরু জল্পনা
উল্লেখ্য যে, পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তও জানিয়েছেন যে, তাঁরা যেকোনও দলকে হারাতে সক্ষম। তিনি মূলত আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা উল্লেখ করছিলেন। পাশাপাশি অধিনায়ক এটাও জানেন যে, পাকিস্তানের মতো ভারতের বিরুদ্ধে চলা সিরিজে শাকিবের (Shakib Al Hasan) অভিজ্ঞতা কাজে লাগবে। সম্ভবত সেই কারণেই বিশ্রাম না নিয়ে ইংল্যান্ডে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছেন শাকিব।
আরও পড়ুন: আরও বেশি করে চাকরি দিতে হবে মহিলাদের! এবার ব্যাঙ্কগুলিকে কড়া নির্দেশ দিল RBI
খুনের মামলায় বিষয়ে কি বললেন অধিনায়ক: জানিয়ে রাখি, শাকিবের (Shakib Al Hasan) বিরুদ্ধে চলা খুনের মামলায় বিষয়ে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। তিনি বলেন, শাকিবের মামলা একটি আলাদা বিষয়। দলের প্রতিটি খেলোয়াড় তাঁর সঙ্গে আছেন। শাকিব সম্পর্কে শান্ত আরও বলেন যে, এই খেলার প্রতি শাকিবের আবেগ রয়েছে। তিনি সবসময় দলের কথাই আগে চিন্তা করেন। পাশাপাশি, তিনি এটাও জানিয়েছেন, যদি চিফ অ্যাডভাইজার এই বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন সেক্ষেত্রে সবাই শাকিবকে সমর্থন করবেন।