পরিচয় না জেনেই কুপ্রস্তাব! এমন টাইট দিয়েছিলেন মিঠুন যে এই হাল হয়েছিল শক্তির

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে যে কজন জনপ্রিয় খলনায়ক ছিলেন তাদের মধ্যে শক্তি কাপুরের (Shakti Kapoor) নাম না নিলেই নয়। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির কার্যত মার্কামারা ভিলেন ছিলেন তিনি। পর্দায় যতটা নষ্টামি করতেন তিনি, বাস্তবেও কিন্তু ঔদ্ধত্য কম ছিল না তাঁর। কিন্তু বলিউডের একজনকেই মারাত্মক ভয় পেতেন শক্তি। এখনো তাঁর কথাই অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি। সেই ব্যক্তি হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

বলিউডের ‘ডিস্কো ডান্সার’ কতটা সংগ্রাম করে প্রতিষ্ঠা পেয়েছিলেন তা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। অনেকের কাছে অপমান পেয়েছেন তিনি। কিন্তু জনপ্রিয়তা পেয়ে সবাইকে মুখের উপরে জবাব দিয়েছিলেন মিঠুন। শক্তি কাপুরও তাঁর পরিচয় না জেনে ঔদ্ধত্য প্রকাশ করতে গিয়েছিলেন। পরিবর্তে এমন শাস্তি পেয়েছিলেন যে সারাজীবন তা মনে রেখেছিলেন শক্তি কাপুর।

shakti shraddha new f

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন মিঠুন এবং শক্তি দুজনেই। তবে মিঠুন ছিলেন তাঁর থেকে এক বছরের সিনিয়র। দুজনের আলাপ হয় কীভাবে? একবার কপিল শর্মার শোতে সেকথা জানিয়েছিলেন শক্তি। ইনস্টিটিউটের প্রথম দিনেই হাতে বিয়ারের বোতল নিয়ে সোয়্যাগ দেখাতে গিয়েছিলেন।

শক্তি জানিয়েছিলেন, ইনস্টিটিউটের গেটের সামনে এক লম্বা চওড়া ব্যক্তিকে ধুতি পরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তিনি। তাঁকে দেখে তিনি এতটাই মোহিত হয়ে যান যে সটান গিয়ে মদ্যপানের প্রস্তাব দিয়ে বসেন। তিনি ছিলেন মিঠুন। শক্তির স্পর্ধা দেখে তাঁর চুলের মুঠি চেপে ধরেছিলেন তিনি। সিনিয়রকে মদ্যপান করার প্রস্তাব দেওয়ার ফল হাতেনাতে পেয়েছিলেন শক্তি।

চুলের মুঠি ধরে টানতে টানতে তাঁকে এক অন্ধকার ঘরে নিয়ে যান মিঠুন। সেখানে ছিলেন তাঁর সঙ্গী বিজেন্দ্র ঘাটগে এবং রাহুল দেব। শক্তি কাপুরের লম্বা চুল কেটে জোকার বানিয়ে ছেড়েছিলেন তাঁরা। এখানেই শেষ নয়। ঠাণ্ডার মধ্যে ইনস্টিটিউটের সুইমিং পুলেও ফেলে দেওয়া হয়েছিল তাঁকে। কাঁদতে কাঁদতে মিঠুনের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন শক্তি।

mithun troll

কিন্তু তাঁর দুর্ভোগ শেষ হয়নি তখনো। মিঠুনকে তাঁর মদ্যপানের প্রস্তাব দেওয়ার খবর গোটা ইনস্টিটিউটে ছড়িয়ে পড়তে খোঁজ পড়ে শক্তির। শেষমেষ র‍্যাগিংয়ের হাত থেকেও তাঁকে বাঁচিয়েছিলেন মিঠুনই। শক্তি কাপুরকে নিজের ঘরে থাকতে বলে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর অবশ্য দুজনে ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন। একসঙ্গে ১৫০-র বেশি ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন শক্তি। বলিউডের ভিলেন এও জানিয়েছিলেন, তিনি যদি বলিউডে কাউকে ভয় পান আর কারোর কথা শোনেন তাহলে সেটা শুধুই মিঠুন চক্রবর্তীর।


Niranjana Nag

সম্পর্কিত খবর