বাংলাহান্ট ডেস্ক : বাংলার মেয়ে থেকে বলিউডের একমাত্র বেগম সাহেবা, শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) জীবন কাহিনি কোনো সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়। বাংলা ছবি দিয়ে কেরিয়ার শুরু করার পর বলিউডে পা রাখেন তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অচিরেই শুরু হয় তাঁর দাপট। এ তো তাঁর ফিল্মি কেরিয়ারের গল্প। আর ব্যক্তিগত জীবনটা? তাও কম রঙিন নয়।
পতৌদি প্যালেসের সংরক্ষণ করেছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)
পতৌদির নবাব মনসুর আলি খান পতৌদির সঙ্গে শর্মিলার (Sharmila Tagore) প্রেম কাহিনি আজও চর্চিত বলিউডে। ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের মেলবন্ধনের অন্যতম উদাহরণ ছিল তাঁদের প্রেম। অভিনেত্রী থেকে তিন সন্তানের মা হওয়া ছাড়াও শর্মিলা ছিলেন সুগৃহিনী। পতৌদি প্যালেসের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এত পুরনো পতৌদি প্যালেস আজও যে এত সুন্দর রয়েছে তার নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে শর্মিলার (Sharmila Tagore)। তবে জানলে অবাক হবেন, পতৌদি প্যালেসে নিজের একটি ছবিও রাখেননি তিনি।
আরো পড়ুন : জন্মদিনের পরেই খুনের হুমকি! সলমনের জন্যই বিপদে শাহরুখ? তদন্তে ফাঁস ভয়ঙ্কর তথ্য!
নিজের হাতে সাজিয়েছেন প্যালেস
এক সাক্ষাৎকারে মা শর্মিলাকে (Sharmila Tagore) নিয়ে মুখ খুলেছিলেন সইফ। তিনি জানিয়েছিলেন, তাঁর মা কোনো কিছুই ফেলে দেন না। ভাঙা জিনিস মেরামত করে সুন্দর করে তোলেন আরো। একই কাজ তিনি করেছিলেন পতৌদি প্যালেসের সঙ্গেও। সইফের কথায়, ‘নবাব পরিবারে বিয়ে করে এসে পতৌদি প্যালেসকে এমন ভাবে মেরামত এবং সংরক্ষণ করেছেন তিনি যে তা ভারতের অন্যতম সুন্দর প্যালেস হয়ে উঠেছে’।
আরো পড়ুন : বিচ্ছেদের এত বছর পর দেবের মুখে শুভশ্রীর নাম, ফের জুটি বাঁধা নিয়ে করলেন বিষ্ফোরক মন্তব্য!
শর্মিলার কোনো ছবি কেন নেই পতৌদি প্যালেসে?
এরপরেই অভিনেতা জানান, যে পতৌদি প্যালেসকে নিজের হাতে নিজের ধারণা দিয়ে এত সুন্দর করে তুলেছেন শর্মিলা (Sharmila Tagore), সেখানে তাঁর নিজের একটি ছবিও রাখেননি তিনি। শুধুমাত্র জাতীয় পুরস্কার নেওয়ার একটি ছবিই রয়েছে শর্মিলার। তাও আবার করিডরে একটি বইয়ের তাকের আড়ালে রাখা রয়েছে সেটি। তবে ছবি না থাকলেও শর্মিলার (Sharmila Tagore) উপস্থিতি সর্বত্র রয়েছে পতৌদি প্যালেসে। অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি যেভাবে সংসার সামলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং শিক্ষনীয় বলে মন্তব্য করেন সইফ।
অভিনেতা আরো জানান, তাঁরা যখনই পতৌদি প্যালেসে ঘুরতে যান, নাতিদের জন্য সবসময় বিশেষ আয়োজন করে রাখেন শর্মিলা। তাঁদের খেলার জন্য, সুন্দর উপহারেরও ব্যবস্থা করেন অভিনেত্রী। ছেলে সইফের সঙ্গে থাকেন না শর্মিলা। এক সাক্ষাৎকারে একবার প্রবীণ অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর তিন ছেলেমেয়ে মুম্বইতে থাকলেও তাঁর স্বামী টাইগার এবং অন্যদের ছেড়ে যেতে ইচ্ছা করে না। তাই তিনি দিল্লিতে থাকেন। এখান থেকে পতৌদি কাছে। মুম্বই মাঝে মাঝে যান বটে, তবে আবার দিল্লি ফিরে আসেন শর্মিলা। সইফ, করিনা, সোহাও ঘুরতে আসেন পতৌদি প্যালেসে।