বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি থেকে আরজি কর কাণ্ড, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক মামলার তদন্ত করছে সিবিআই (CBI) সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি। তবে প্রায়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা নিষ্পত্তির হার নিয়ে প্রশ্ন ওঠে। এবার এই নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তৃণমূল (Trinamool Congress) সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যে সিবিআই কিংবা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির বেশিরভাগ মামলার নিষ্পত্তি হয় না। কারণ পশ্চিমবঙ্গে একটিও বিশেষ সিবিআই আদালত নেই। তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করেন অমিত শাহ।
‘এরা আদালত মানে না’! বললেন অমিত শাহ (Amit Shah)
জানা যাচ্ছে, সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার নিষ্পত্তি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। বিজেপির ‘জমিদারী’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার জবাবেই উল্টে তৃণমূল সরকারকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তৃণমূল সাংসদ সাকেত বলেন, যে কোনও কিছুতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হচ্ছে। কিন্তু তার কোনও ফলাফল মিলছে না। ৬৯০০-টিরও অধিক মামলার তদন্ত করছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার উত্তরেই অমিত শাহ (Amit Shah) বলেন, সিবিআই কিংবা কেন্দ্রীয় এজেন্সিগুলি আদৌ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন নেই। নিছক তর্কের জন্য এহেন মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।
আরও পড়ুনঃ ঘুরছে ‘খেলা’? পার্থর জামিন মামলায় CBI-কেই কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট! তোলপাড় বাংলা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘যে মামলাগুলির কথা বলা হচ্ছে, সেগুলি দুর্নীতির তদন্তের জন্য নয়। নির্বাচন পরবর্তী হিংসার মামলায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। নির্বাচন পরিস্থিতিতে প্রচুর মানুষ অত্যাচারের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার একাধিক। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে নির্যাতিত ও নির্যাতিতারা আদালতের দ্বারস্থ হন। তাতেই আদালতের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়’।
এখানেই না থেমে তৃণমূল সাংসদকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরা আদালত মানে না। কারা জমিদারী চালাচ্ছে সেটা পুরো দেশ দেখছে’। বাংলায় সিবিআই সহ নানান কেন্দ্রীয় এজেন্সির মামলার সুরাহা না হওয়ার কারণ হিসেবে শাহ (Amit Shah) বলেন, ‘বাংলায় একটাও বিশেষ সিবিআই আদালত নেই’।