চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কেন পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া? রাখঢাক না রেখে ICC-কে কারণ জানাল BCCI

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজন করছে পাকিস্তান। তবে, এর মধ্যে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল যে টিম ইন্ডিয়া আদৌ পাকিস্তানের খেলতে যাবে কিনা। এখনও পর্যন্ত BCCI টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক সঙ্কেত দেয়নি। এমতাবস্থায়, কেন টিম ইন্ডিয়াকে BCCI পাকিস্তানের পাঠাতে চায় না সেই কারণটিও সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC-কে চিঠি দিয়েছে BCCI। যেখানে এই বিষয়টি প্রকাশ পেয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে কেন পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া?

কেন পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া: স্পোর্টস তকের রিপোর্ট অনুযায়ী, BCCI তার প্রতিক্রিয়ায় নিরাপত্তার উদ্বেগকে অগ্রাধিকার দিয়েছে। এর সাথে বোর্ড ICC-র কাছে একটি বিস্তারিত নথি পাঠিয়েছে। যেখানে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ রয়েছে। ওই নথিতে পাকিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সম্ভাব্য আশঙ্কার কথা বলা হয়েছে।

BCCI-এর মতে সাধারণ পাকিস্তানি জনগণের দ্বারা টিম ইন্ডিয়াকে স্বাগত জানানো হলেও ভারতীয় দল সন্ত্রাসবাদীদের জন্য একটি সম্ভাব্য লক্ষ্য হয়ে উঠতে পারে। যেমনটি ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের সাথে হয়েছিল। এর পাশাপাশি, ওই নথিতে গত এক বছরে পাকিস্তানে হওয়া বেশ কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।

Why Team India will not go to Pakistan to play ICC Champions Trophy.

জানিয়ে রাখি যে, ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৬ সালে। এদিকে, BCCI-এর পাকিস্তানে ভারতীয় দলকে পাঠানোর নেতিবাচক সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এটিকে চ্যালেঞ্জ করে জানিয়েছে যে “হাইব্রিড মডেল”-এর মাধ্যমে এই টুর্নামেন্টের (ICC Champions Trophy) হোস্টিং করা সম্ভব হবে না। পাশাপাশি, PCB স্পষ্ট জানিয়েছে যে, ভারতীয় দল পাকিস্তানে না এলেও পাকিস্তানেই পুরো টুর্নামেন্ট হবে।

আরও পড়ুন: “লেখাটি এডিট করব না”, রাত দখলকে সামনে রেখে চাকরি খোঁজার “অভিযোগে” কি জানালেন রিমঝিম?

ICC কীভাবে সমাধান খুঁজে পাবে: এমতাবস্থায়, সামগ্রিকভাবে PCB ও BCCI-এর কঠোর অবস্থানের কারণে ICC-র সামনে এখন বড় প্রশ্ন উঠেছে। এই সমস্যা সমাধানের জন্য ICC-র কাছে তিনটি বিকল্প রয়েছে। প্রথমত, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) হোস্টিং পাকিস্তানের কাছ থেকে কেড়ে নিয়ে অন্য কোনও দেশে দেওয়া। কিন্তু, এমনটা হলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে PCB।

আরও পড়ুন: দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI এবার নিজেই চাইছে লোন! কে দেবে ১০ হাজার কোটি টাকা?

দ্বিতীয়ত, PCB-কে BCCI-এর প্রস্তাবিত “হাইব্রিড মডেল”-এ সম্মতি দেওয়া। যার অধীনে টুর্নামেন্টের ১৫ টি ম্যাচের মধ্যে ৫ টি সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হবে। তৃতীয়ত, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা। এই সিদ্ধান্তের ফলে ICC এবং PCB উভয়েরই আর্থিক ক্ষতি হতে পারে। কারণ এই টুর্নামেন্ট থেকে বিপুল আয়ের আশা করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর