জিন্সের প্যান্টে থাকা ছোট পকেটের রহস্য অবাক করার মতো, অষ্টাদশ শতকের সাথে জড়িয়ে রয়েছে এই পকেটের ব্যবহার

জিন্স বর্তমানে একটা সবথেকে বেশি ফ্যাশনের বস্তু। ছেলে মেয়ে সবাই একন নিজেদের সাজের বাহার আর নিজেদের স্টাইল বজায় রাখার জন্য জিন্স পড়ে থাকেন। তবে জিন্সের প্যান্টের সামনে দুটি পকেট থাকে। এর মধ্যে আবার একটি পকেটের ওপর আরেকটি ছোট্ট পকেট থাকে।

এদিক অদিক এরকম অনেক পকেট তো থাকেই । কিন্তু কেন থাকে তার কারন কিন্তু অনেকেই জানেন না। কি কারনে রাখা হয়েছে? মোবাইল ফোন, মানিব্যাগ, কাগজপত্রসহ নানা জিনিস রাখার জন্য সাধারণত প্যান্টে পকেট থাকে। কিন্তু সবাই ভাবে কি জন্য থাকে হয়তো খুব ফ্যাশন বজায় রাখার জন্যই এরকম এতও পকেট থাকে। তবে সেই রহস্যের কথা বাতলে দিলেন জিন্স ও বস্ত্র বিশেষজ্ঞ মিসেস জানোসকোয়া । তিনি বলেন  কেন এই পকেট থাকে ।

WhatsApp Image 2020 02 10 at 18.37.36

 

 

এই পকেটের রহস্য সম্পর্কে বলেছেন, “অষ্টাদশ শতকে কাউবয়রা চেন দেয়া ঘড়ি ব্যবহার করতেন। ঘড়ি রাখতেন তাদের ওয়েস্টকোটে। তবে সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই ঘড়ি ভেঙ্গে যেত কিংবা ভেঙ্গে যাওয়ার ভয় থাকত। এছাড়াও ঘড়িকে সুরক্ষিত রাখতে তখন থেকেই জিন্সের প্যান্টে এই পকেট দেয়া শুরু হয়। পকেটে ঘড়ি রেখে বেল্টের সঙ্গে চেন বেঁধে রাখা হত। লেভিস প্রথম এই পকেট চালু করে। এখন অবশ্য সেই ঘড়ির চল নেই” ।

 

সম্পর্কিত খবর