ইন্ডাস্ট্রি থেকে শুধু নিয়েছে, কিছু ফেরত দেয়নি, অমিতাভকে কুকুরের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি ওম পুরি!

বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতের এক অন্যতম নাম অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) । একের পর এক ছবিতে দর্শকদের মন জয় করেছেন তিনি। নানান রকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও হয়েছেন বাবা তো কখনও আবার ছেলে। আবার কোনও কোনও ছবিতে একসাথে দুটি চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন বলিউডের(Bollywood) এই অভিনেতা। এখনও পর্যন্ত দু’শোটিরও বেশি ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

১৯৬৯ সালে ছবির জগতে আত্মপ্রকাশ করেন বিগ বি। তাঁর প্রথম সিনেমা ‘সাত হিন্দুস্তানি’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সিনেমায়  অভিনয় করেছেন তিনি। কিন্তু এই অভিনেতার জনপ্রিয়তা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বলিপাড়ার আর এক অভিনেতা ওম পুরি।

amitabh bachchan cooking

মরাঠি ছবি ‘ঘাসিরাম কোতওয়াল’-এর মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু ওম পুরির। বলি পাড়ার অনেকেই তাঁর সর্ম্পকে মন্তব্য করতে গিয়ে বলেন, সংলাপ বলার সময় শব্দ নিয়ে খেলা করতেন তিনি। এক সময় বলিউড জগতে কাজ শুরু করেছিলেন ওম পুরি ও অমিতাভ বচ্চন। কিন্তু এই অভিনেতার দাবি ছিল তিনি অমিতাভকে চোখের সামনে তারকা হতে দেখেছেন।

অমিতাভ এবং ওম দুজনেই ছিলেন সমকালীন অভিনেতা। কিন্তু তাও অমিতাভের মতো কাজের সুযোগ পেতেন না ওম। এমনটাই বারংবার দাবি করেছিলেন ওম পুরি। তাই অমিতাভের প্রতি তাঁর যে রাগ ছিল তা স্পষ্ট বোঝা যেত। বিভিন্ন সাক্ষাৎকারে অমিতাভের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। করেছেন কটাক্ষ।

অমিতাভের সুদর্শন, উচ্চতা ভাল। তাই ওম পুরির দাবি তাঁকে দেখতে খারাপ হওয়ার কারণে এবং তাঁর উচ্চতা কম হওয়ার কারণেই তেমন ভাবে সিনেমায় সুযোগ পেতেন না তিনি। তাঁর অভিযোগ সেই সুযোগ ছিনিয়ে নিতেন অমিতাভ। কিন্তু অভিনয়ের দিক দিয়ে তিনি অমিতাভের থেকে কম নন বলে জানিয়েছিলেন ওম।

om puri

এক সাক্ষাৎকারে ওম বলেছিলেন, কুকুর কোথাও বসার আগে নিজের লেজ দিয়ে জায়গাটা পরিস্কার করে বসে। ইন্ডাস্ট্রিতেও এমন পরজীবী আছে। যারা শুধু নিয়েই যায়, দেওয়ার বেলায় ঢুঁঢুঁ। তাঁর ইঙ্গিত যে অমিতাভের দিকে ছিল তা বুঝতে বাকি থাকেনি কারোরই।

তবে এই অভিনেতার মনে যতই রাগ থাকুক অমিতাভকে নিয়ে। বিগ বি কিন্তু তাঁকে দেখতেন বন্ধুর চোখেই। ২০১৭ সালের ৬ জানুয়ারি ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওম পুরি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে অমিতাভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘ওম ওর হাসি নিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবে। ও আমার ভাল বন্ধু, সহকর্মী ছিল। বহু গুণের অধিকারী ছিল ওম।’’

additiya

সম্পর্কিত খবর