‘দুর্ব্যবহার ভালো লাগেনা’ পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ওয়াসিম আক্রমের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের কোচ পদ নিয়ে এর আগেও তৈরি হয়েছে বিতর্ক। হঠাৎ করেই সরে দাঁড়িয়েছিলেন মিসবাহ-উল-হক এবং ওয়াকার ইউনিস। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন করোনার কারনে চলা বায়ো বাবেল নিয়ে রীতিমতো বিধ্বস্ত তারা। আর সেই কারণেই শেষ পর্যন্ত কোচ পদ থেকে সরে দাঁড়ান এই দুই কিংবদন্তি। যদিও আড়ালে আবডালে অনেক কথাই উঠে এসেছে সংবাদমাধ্যমে। সূত্র মারফত এও জানা গিয়েছে পিসিবি’র প্রতি খুশি ছিলেন না মিসবাহ কিম্বা ওয়াকাররা। এমনকি দল নির্বাচনের ক্ষেত্রেও কোন কোন সময় তাদের মতামত নেওয়া হয়নি।

এবার পাকিস্তানের কোচ পদের প্রস্তাবে সম্পূর্ণ না করে দিলেন ওয়াকারের সতীর্থ ওয়াসিম আক্রম। ওয়াসিম ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ওয়ানডে ক্রিকেটে তার হাতেই ছিল সব থেকে বেশি উইকেট শিকারের তকমা। পরবর্তী ক্ষেত্রে অবশ্য তার এই রেকর্ড ভেঙে দেন মুরলিধরন। এছাড়া পাকিস্তান দলের অধিনায়কও ছিলেন তিনি। কিন্তু এমন কিংবদন্তি ক্রিকেটার কেন হতে চান না পাকিস্তানের কোচ?

আক্রম বলেন, তিনি দেখেছেন কিভাবে দর্শকরা দুর্ব্যবহার করে কোচেদের উপর। দল হেরে গেলে সব সময় যে কোচের দোষ থাকে তা মনে করেন না তিনি। তার মতে তিনি এই দুর্ব্যবহারকে প্রচন্ড ভয় পান। ওয়াসিম জানিয়েছেন, “আমি এটাকে ভয় পাই। আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে এটা আমি মানতে পারব না। খেলার প্রতি মানুষের আবেগকে আমি সম্মান করি, কিন্তু তাদের খারাপ ব্যবহারকে নয়। অন্য কোনও দেশে এমন দেখিনি।”

একইসঙ্গে তিনি বলেন, কোচ পদে থাকতে হলে প্রচণ্ড চাপে কাজ করতে হয়। কাজ করতে হয় প্রায় দুশো থেকে আড়াইশো দিন। তিনি পরিবারকে ছেড়ে এতদিন কাজ করতে পারবেন না বলেই জানিয়েছেন আক্রম। তবে ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার জন্য তিনি যে সব সময় তৈরি এ কথাও জানাতে ভোলেননি এই কিংবদন্তি। তিনি পরিষ্কার বলেন, “দলের সকলের কাছে আমার মোবাইল নম্বর আছে। যে কোনও সময় আমার সঙ্গে কথা বলতে পারে ওরা।”

 

X