রেল ট্র্যাকে পরপর ১০ টি ডেটোনেটর! আর্মি স্পেশাল ট্রেন উড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য? গ্রেফতার “মাস্টারমাইন্ড”

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রদেশের বুরহানপুরে রেলপথে (Indian Railways) ডেটোনেটর বিস্ফোরণের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সাবির নামের ওই অভিযুক্ত রেললাইনে ১০ টি ডেটোনেটর বসিয়েছিলেন। জানা গিয়েছে অভিযুক্ত সাবির রেলের কর্মচারী। তবে, তিনি কেন এটা করেছিলেন বা এর পেছনে বড় কোনও ষড়যন্ত্র ছিল তা নিয়ে তদন্ত চলছে। NIA থেকে শুরু করে ATS, RPF এবং রেল মন্ত্রক এই ঘটনার তদন্ত করছে।

রেললাইনে (Indian Railways) ১০ টি ডেটোনেটর:

জানিয়ে রাখি যে, এই ঘটনাটি ঘটে বুরহানপুরের নেপানগর বিধানসভা কেন্দ্রের সাগফাটায়। গত ১৮ সেপ্টেম্বর, জম্মু ও কাশ্মীর থেকে কর্ণাটকগামী একটি আর্মি স্পেশাল ট্রেন ট্র্যাক অতিক্রম করার সাথে সাথেই একটি বিস্ফোরণ ঘটে। লোকো পাইলট সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। যার ফলে বড় ধরণের ট্রেন দুর্ঘটনা এড়ানো যায়। জানা গিয়েছে, ওইদিন ট্র্যাকে ১০ টি ডেটোনেটর লাগানো হয়েছিল।

Why were 10 detonators placed on the track indian railways.

এদিকে, এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর, ATS এবং NIA সহ অন্যান্য সংস্থাগুলির সাথে রেল (Indian Railways) এবং স্থানীয় পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। যেহেতু পুরো বিষয়টি সেনাবাহিনীর সঙ্গে জড়িত তাই তদন্তে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। তবে, এই ঘটনার তদন্তে বড়সড় তথ্য জানিয়েছেন সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। তিনি বলেন, ট্র্যাকে পাওয়া ডেটোনেটরগুলি রেলের রেগুলার প্রক্রিয়ার অংশ।

আরও পড়ুন: চেন্নাই টেস্টে একটা জিনিসই সবথেকে বেশি প্রভাবিত করেছে রোহিতকে! জয়ের পর জানালেন হিটম্যান

রেলের আধিকারিক জানালেন বড় তথ্য: সেন্ট্রাল রেলের (Indian Railways) মুখ্য জনসংযোগ আধিকারিক ডঃ স্বপ্নীল নীলা জানিয়েছেন, যে ডেটোনেটরগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি শুধুমাত্র রেল ব্যবহার করে। তবে যে স্থানে ডেটোনেটর স্থাপন করা হয়েছিল সেখানে রাখার কোনও যৌক্তিকতা ছিল না। ডেটোনেটরের মাধ্যমে বিকট শব্দ হয়। এগুলি প্রায়শই কুয়াশার সময়ে এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় যখন ট্রেনকে একটি নির্দিষ্ট সময়ের আগে জরুরি অবস্থায় থামাতে হয়। এমতাবস্থায়, যে স্থানে ট্রেন থামাতে হয় তার প্রায় ১২০০ মিটার আগে ৩ টি স্টেজে ৩ টি ডেটোনেটর বসানো হয়।

আরও পড়ুন: গ্রাহকদের আকৃষ্ট করতে এবার নয়া চাল Vi-র, 200 টাকার কম দামে লঞ্চ হল 4 টি নতুন রিচার্জ প্ল্যান

এদিকে, এই ডেটোনেটরগুলি স্টেশন মাস্টার, লোকো পাইলট, কী-ম্যান, ট্র্যাক নিরাপত্তা অফিসার সহ রেলের কর্মীদের কাছে পাওয়া যায়। এগুলি ট্র্যাক বা ট্রেনের কোনও ক্ষতি করে না এবং ইঞ্জিন অতিক্রম করার সাথে সাথে বিকট শব্দে ফেটে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর