সবকিছু ছেড়ে এখনই পাহাড় যাওয়ার প্ল্যান ক্যান্সেল করুন! সময় থাকতেই হয়ে যান সাবধান

বাংলা হান্ট ডেস্ক: শীত গ্রীষ্ম কিংবা বর্ষা! ঘুরতে যাওয়ার জন্য ভ্রমণ পিপাসুদের কোনো মরসুমের প্রয়োজন হয় না। ইদানিং ঘুরতে যাবার কথা উঠলেই প্রথম পছন্দের তালিকায় জায়গা পায় যেকোনো পাহাড়ি এলাকা (Hill Station)। পাহাড় ঘুরতে যাওয়ার জন্য  ইদানিং ব্যাপক হিড়িক পড়েছে।

তাই এখন প্রায় সারা বছরই সমতলের তুলনায় পাহাড়েই মানুষের ভিড় থাকে বেশি। যার ফলে ঘটে যাচ্ছে নানা ধরনের বিপত্তিও। এরফলে সমস্যায় পড়ছেন পর্যটকরা-ও। এবার এই একই ঘটনা ঘটেছে চারধাম যাত্রীদের সাথেও। নিয়ম মেনে প্রতি বছরের মতো চলতি বছরেও শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রার (Chardham Yatra) শুভ সময়।

চলতি বছরের অক্ষয় তৃতীয়া দিন থেকেই শুরু হয়েছে পুণ্যার্থীদের এই তীর্থযাত্রা। সূত্রের খবর, এবছর প্রায় ২৬ লক্ষ তীর্থযাত্রী এই পুণ্যযাত্রার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। কিন্তু এত সংখ্যক দর্শনার্থী নিয়ে তীর্থযাত্রায় যাওয়া উচিত নয় কখনওই।  কিন্তু এই বছর অতিরিক্ত সংখ্যায় দর্শনার্থী যাওয়ার ফলে গঙ্গোত্রী যমুনোত্রী হাইওয়েতে তৈরী হয়েছে ব্যাপক ট্রাফিক জ্যাম।

যার ফলে রাস্তাতেই ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে দর্শনার্থীদের।যার ফলে প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদ করতে শুরু করেন তীর্থযাত্রীরা। পরিস্থিতি এমনই হয় যে প্রচন্ড যানজটের কারণে বেশ কিছু তীর্থযাত্রী যমুনোত্রী ধামের দর্শন না সেরেই ফিরে যান বাধ্য হয়ে। যার ফলে কার্যত হতাশ চারধাম ভ্রমণার্থীরা।

আরও পড়ুন: ভোল বদল হচ্ছে পুরুলিয়া ট্যুরিজমের! নয়া উদ্যোগ ভারতীয় রেলের, জানুন বিস্তারিত

সেইসাথে ইতিমধ্যেই তীর্থযাত্রীদের একটা বড় অংশ অভিযোগ করেছেন যে এটি নাকি একটি বিশাল প্রশাসনিক ব্যর্থতা। কিন্তু শুধু তাই নয়, সমস্যা রয়েছে আরও। কারণ এই পুণ্যযাত্রার সময়েই রাস্তার পাশেই চলছে রাস্তা-নির্মাণের কাজও।যার ফলে তীর্থযাত্রীদের মতোই যাতায়াতে সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও।

Chardham

পাশাপাশি তীর্থযাত্রীরা আবার মৌলিক সুযোগ-সুবিধা ছাড়াই আটকে পড়েছিলেন কয়েক ঘন্টা। শুধু তাই নয় রাজ্য প্রশাসন সূত্রে খবর, এ’বছর অতিরিক্ত তীর্থযাত্রী ভ্রমণে বেরিয়ে পড়ায় যাত্রা শুরুর পাঁচ দিনের মধ্যেই মৃত্যু হয়েছে১১ জন পুণ্যার্থীর। তাই এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে  চাইলে এই বছরের জন্য চারধাম যাত্রা বাতিল করাই শ্রেয় বলে মনে করা হচ্ছে ।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর