বাংলা হান্ট ডেস্ক :- কলেজ পাশ করার দুবছরের মধ্যেই বাড়ি থেকে সম্বন্ধ থেকে বিয়ে ঠিক করেন বছর ২৬ এর রুমেলার যিনি গোহাটির বাসিন্দা। সে ওখানকার সরকারী কলেজ থেকে ম্যাথেমেটিকস এ স্নাতক হয়েছেন। রুমেলা ছোটো থেকেই খুব মন খোলা আর আত্ম সম্মানী। তাই এই বিশেষ গুণটির জন্যই বন্ধু মহলে যথেষ্ট খ্যাতি রুমেলার।
এই রুমেলার ই বিয়ে ঠিক হয় সন্তোষ নামের একটি বছর ২৮ এর যুবকের। যিনি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ফর্মের কর্মী। সংবাদ সূত্রের খবর অনুযায়ী, বিয়ের দিন সকালেই ছেলের বাড়ি থেকে মেয়ের বাবাকে ৭ লক্ষ্য টাকা পণ চাওয়া হয়। স্বভাবতই হঠাৎ বিয়ের দিন এই দাবি জানানো হলে মেয়ের বাবা পড়েন মহা বিপদে। তিনি বাড়ির কাউকে না জানিয়ে ভাবেন বর পক্ষ্য এলে তাঁদের বুঝিয়ে কিছুদিন সময় চেয়ে তারপর টাকা দেবেন।
বিয়ে করাতে এলে বরপণের দাবি জানান ছেলের বাবা। প্রথমে নিচু স্বরে কথা চললেও পরে ছেলের বাড়ি থেকে গলার স্বর ক্রমশ চড়াও হতে থাকে এবং বর ফিরিয়ে নেওয়ার কথা বলেন। ঠিক তখনই মেয়ের বাবা ছেলের বাবার পা ধরলে রুমেলা আর সহ্য করতে না পেরে ছুটে এসে ছেলের বাবার গালে কসিয়ে দেন এক চড় এবং গলার মালাটি খুলে ক্রমশ ছেলেকে পেটাতে থাকেন।
আশেপাশের সমস্ত লোকজন এসে রুমেলা কে সামাল দিলেও এই বিয়ে তিনিই ভাঙেন এবং বরপক্ষ কে গলা ধাক্কা দিয়ে বার করে দেন।