করোনা (corona) গ্রাস করেছে সারা বিশ্বকে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) নামও।আর এই করোনার জেরে প্রায় ভাংতে বসেছে দীর্ঘ ৩৫ বছরের বিবাহিত জীবন। কাটোয়ার বাসিন্দা অরুন মন্ডল ঘুরতে গেছিলেন ডুয়ার্স এর মধ্যে ফেরার পর তার স্ত্রী নারাজ হয় আর তাকে করোনা আক্রান্ত মনে করে , পরীক্ষা করতে যেতে বলেন।
এরপরেই অরুন বাবুর মাথায় পড়েছে বাজ, এখন তার আস্তানা বাড়ির সবথেকে কোনের একটি ছটো ঘর। আর তাকে জানাতে বলা হয়েছে করোনার নেগেটিভ রিপোর্ট , আর অবশেষে তাকে ছুটতে হয় বেলেঘাটা আইডি। আর এখন তাকে পরীক্ষা না করা পর্যন্ত নিজের সাথে থাকার অনুমতি দিচ্ছেন না তার স্ত্রী। এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী।এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৬ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। তার পরেই আছে কেরল ২৪ জন, উত্তরপ্রদেশ ১৪ জন ও কর্ণাটকে ১১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। দিল্লিতেও আক্রান্ত হয়েছে ৮ জন। বিভিন্ন সচেতনতা মূলক বার্তাও প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়।
সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।আর কলকাতায় এর প্রভাব পড়েছে, এর মধ্যে যথেস্ট আতঙ্কে আছে কলকাতার মানুষ জন। শপিং মল, কিষাণ মান্ডি ও মিউজিয়াম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ধর্মীয় সংগঠনগুলিকেও বলা হয়েছে, তাদের আয়োজন ও কার্যক্রম স্থগিত রাখতে। আর করোনা আতঙ্কে কাঁটা সবাই।