তালাক দিয়েছিল স্বামী! প্রতিশোধ নিতে শ্বশুরবাড়ি থেকে গরু-ছাগল নিয়ে উধাও স্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল বাংলাদেশ (Bangladesh) থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিবাহবিচ্ছেদ (Divorce) হতেই স্বামী এবং তাঁর পরিবারকে “শায়েস্তা” করতে একাধিক মামলা করেন এক মহিলা। এদিকে, ওই মামলার টাকা জোগাড় করার লক্ষ্যেই স্বামীর বাড়ি থেকে গরু-ছাগল চুরি করে নেন ওই মহিলাটি। অন্তত এমন অভিযোগই এবার সামনে এসেছে।

জানা গিয়েছে, ২০০৮ সালে বরিশালের লাতু চৌধুরী সড়কের বাসিন্দা আমিনুল ইসলাম শামীমের সাথে বিয়ে হয় বাকেরগঞ্জ এলাকার শামসুন্নাহার তৃপ্তির। এদিকে, ২০২২ সালে শামীম “তালাক” দেন তৃপ্তিকে। আর তারপরেই শুরু হয় বিবাদ। তৃপ্তি অভিযোগ জানিয়েছেন, ওই বিবাহবিচ্ছেদ আইনসিদ্ধ হয়নি। যার পরিপ্রেক্ষিতে শামীমের বিরুদ্ধে একের পর এক মামলা করেন ওই মহিলা।

এমতাবস্থায়, জানা গিয়েছে স্বামীর বাড়ি থেকে চুরি করা গরু-ছাগল বিক্রি করেই ওই মামলার কাজ চালাচ্ছিলেন তৃপ্তি। ইতিমধ্যেই ওই চুরি যাওয়া গরু এবং ছাগলগুলিকে বরিশালের ঠাকুরবাড়ির রুইয়ারপোল এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, ওই গবাদি পশুগুলির মধ্যে আট লক্ষ টাকা মূল্যের তিনটি অস্ট্রেলিয়ান গাভি সহ একটি বাছুর ও ১০ টি ছাগল উদ্ধার করা হয়েছে।

এই প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, গরু চুরির পর সেগুলির তিনবার হাত বদল হয়েছে। এই নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিকে, পশুগুলি উদ্ধারের পরেই বিষয়টি সর্বত্র জানাজানি হয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলাম শামীম জানিয়েছেন, তাঁদের দুইটি সন্তান রয়েছে। তবে, তৃপ্তির কারণেই তাঁদের পরিবারে ঝামেলা লেগে থাকতো। যে কারণে শেষপর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

goat

যদিও, তারপর থেকেই তৃপ্তির পরিবারের তরফে একের পর এক মামলা দায়ের করা হয় বলে অভিযোগ জানান শামীম। পাশাপাশি, তিনি আরও জানান, তৃপ্তি এবং তাঁর আত্মীয়রা মিলে গরু এবং ছাগলগুলিকে চুরি করেন। এমতাবস্থায়, সেগুলি বিক্রির মাধ্যমে তাঁরা মামলার কাজ চালাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর