‘একা থাকলে মাস্ক পরি, কিন্তু স্ত্রী মাস্ক পরতে দেন না’, দিল্লীর রাস্তায় গ্রেফতার মাস্কহীন দম্পতি

বাংলাহান্ট ডেস্কঃ সংকটজনক করোনা (covid-19) পরিস্থিতির মধ্যেও মাস্কহীন এক দম্পতি। পুলিশ জিজ্ঞেস করতেই দিল অদ্ভূত সব উত্তর। খাস দিল্লীতে (delhi) এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে ওই দম্পতিকে। পুলিশের সঙ্গে দুর্ব্যবহারও করেন ওই দম্পতি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতির রাশ টানতে গিয়ে নানারকম করোন সতর্কীকরণ মান্য করেত বলা হয়েছে চারিদিকে। এমনকি দেশবাসী আবারও বড়সড় লকডাউন না চাওয়ায়, বেশ কিছু জায়গায় আংশিক লকডাউনও করা হচ্ছে। সর্বত্রই মাস্ক ব্যবহার, স্যানেটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছে।

2020 09 22T080828Z 1758444582 RC2K3J92GD8W RTRMADP 3 HEALTH CORONAVIRUS INDIA CASES 1 e1601296686333

দিল্লীতে করোনা আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। কোভিড প্রোটোকল মেনে জোর দেওয়া হচ্ছে কড়া সুরক্ষাবিধি মান্য করার বিষয়ে। কিন্তু এরই মধ্যে দিল্লীতে মাস্কহীন এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। করোনা বিধি না মানায় যখন তাদেরকে জরিমানার রসিদ ধরানো হয়, তখন পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন ওই দম্পতি।

পুলিশ সূত্রে খবর, Delhi Gate, Daryaganj-য়ে সেলস কোম্পানিতে কর্মরত পঙ্কজ দত্ত, এবং তাঁর স্ত্রী  আভা গুপ্ত গাড়িতে মাস্কবিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। পুলিশ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে তাদের করোনা বিধি অমান্য করার অপরাধে জরিমানার কাগজ ধরিয়ে দেয়।

arrest

এরপর পুলিশের সঙ্গে কথা বলতে গিয়ে পঙ্কজ দত্ত জানান, তিনি যখন একা রাস্তায় বের হন, তখন মাস্ক পরেন। কিন্তু তাঁর স্ত্রী সঙ্গে থাকলে, স্ত্রী নিজেও মাস্ক পরে না এবং তাঁকেও মাস্ক পরতে দেয় না। কারণ তাঁর স্ত্রীর দাবি, পাবলিক প্লেস ছাড়া অন্য কোথাও মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই।


Smita Hari

সম্পর্কিত খবর