নববধূ কে রান্না করতে দেননা তার স্বামী, অভিযোগ নিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হলেন তিনি

 

বাংলা হান্ট ডেস্ক :-
অনেক মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর গুছিয়ে সংসার সামলানো,রান্নাবান্না করার।কিন্ত শিয়ালকোটের ঈশিতা র হয়েছে উল্টো পরিস্থিতি। তাঁর বর কিছুতেই তাঁকে রান্নাঘরে ঢুকতে দেন না। এদিকে রান্নাঘরে ঢুকতে না পেরে,রোজই তাঁর হয় গোসা। প্রত্যেকদিনের শেষমেশ এই ঝামেলা গড়ালো থানা পুলিশে।

 

তিনমাস হলো বিয়ে হয়েছে মূর্শিদাবাদের এই ঈশিতা রায় এর। ঝামেলা ছিল তাদের নিত্য সঙ্গী। গত বুধবার এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা গুরুতর আকার নেয়। বচসার মাঝে ঈশিতার সাথে অত্যন্ত খারাপ ভাষায় তার সাথে কথা বলে তার স্বামী মনিষ, দাবি করেন তিনি।

a4e74 img 20190520 wa0010

সেইসঙ্গে তার গায়ে হাতও তোলেন বলে দাবি করে সে। এই অভিযোগ নিয়েই লোকাল থানায় পুলিশের দ্বারস্থ হয় ঈশিতা। বিপরীতে মনিষ বলেন ”নিজের ভালো পাগলেও বোঝে।ওর ভালোর জন্যই করতাম কিন্ত ও বুঝলোনা”।

সম্পর্কিত খবর