OMG!এবার WiFi পেয়ে যাবেন ডোমেস্টিক ফ্লাইটেও! আত্মহারা বিমানযাত্রীরা, বিস্তারিত জানুন এক ক্লিকেই

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই মন ভালো করে দেওয়া খবর বিমান যাত্রীদের জন্য। এবার থেকে ডোমেস্টিক ফ্লাইটেও (Domestic Flight) পাওয়া যাবে ওয়াইফাই পরিষেবা। মাঝ আকাশে বিমান যাত্রা করার সময় যাত্রীদের আর নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে না। মাঝ আকাশে বসেই সারতে পারবেন অফিসের কাজ, চ্যাট করতে পারবেন প্রিয়জনের সাথে অথবা ইউটিউবে দেখতে পারবেন পছন্দের ভিডিও।

ডোমেস্টিক ফ্লাইটে (Domestic Flight) ওয়াইফাই

এই প্রথম ডোমেস্টিক ফ্লাইটে (Domestic Flight) ওয়াইফাই পরিষেবা শুরু করতে চলেছে টাটা গোষ্ঠীর অধীনস্থ এয়ার ইন্ডিয়া। যদিও ডোমেস্টিক ফ্লাইটে ওয়াইফাই পরিষেবা (WiFi Connection) সব বিমানে পাওয়া যাবে না। বুধবার সংস্থার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, এই ওয়াইফাই পরিষেবা মিলবে এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭-৯ এবং এয়ারবাস এ৩২১নিও-র কিছু নির্দিষ্ট ফ্লাইটে।

Domestic Flight

এয়ার ইন্ডিয়া (Air India) জানিয়েছে, ‘প্রাথমিক ভাবে বিশেষ কয়েকটি উড়ানে এই পরিষেবা মিললেও পরবর্তীকালে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটেই এই পরিষেবা পাওয়া যাবে।’ এই প্রথম ডোমেস্টিক ফ্লাইটে ওয়াইফাই পরিষেবা চালু হলেও, এর আগে আন্তর্জাতিক বিমানে ওয়াইফাই পরিষেবা পেতেন যাত্রীরা। ২০২৪ সালে আন্তর্জাতিক ফ্লাইটে ওয়াইফাই পরিষেবা শুরু করে বিস্তারা এয়ারলাইন্স।

আরোও পড়ুন : DA জোটেনি কপালে! এরই মধ্যে অর্থ দফতরের কর্মীদের তুমুল ভর্ৎসনা মমতার, চাপ আরও বাড়বে?

টেলিকম মন্ত্রক গত নভেম্বর মাসে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় বিমানযাত্রাকালীন কোন কোন সময়ে যাত্রীরা ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন। টেলিকম মন্ত্রকের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ফ্লাইট যদি ১০ হাজার ফুটের উপরে উঠে যায় তাহলে ইলেকট্রনিক্স গেজেটসের সাথে ওয়াইফাই যুক্ত করে যাত্রীরা ব্যবহার করতে পারবেন না। এয়ার ইন্ডিয়া এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

Air India In Flight WiFi

সংস্থার কথায়, ‘কানেক্টিভিটি এখন ট্রাভেলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তা প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সিও বাড়াবে। এখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠেও নেটদুনিয়ায় সক্রিয় থাকতে পারবেন যাত্রীরা। অফিসের কাজ, পরিবারের সঙ্গে যোগাযোগ বা সোশ্যাল মিডিয়া সার্ফিং- সবই করতে পারবেন। উড়ান ১০ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পর একজন বিমানযাত্রী একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর