অর্শদীপ খালিস্তানের হয়ে খেলতেন! তরুণ ভারতীয় পেসারকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলো Wikipedia

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। মূলত ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতা এবং বোলারদের পরিকল্পনাহীন বোলিংয়ের কারণে ম্যাচ খুইয়েছে ভারত। কিন্তু তার পরেও একটা ব্যাপার ভারতের হারের পেছনে সব চেয়ে বড় কারন বলে বিবেচিত হচ্ছে। সেটা হল ভয়ঙ্কর হয়ে ওঠার আগে পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলী ক্যাচ ফেলা এবং তার জন্য অর্শদীপ সিংয়ের মতো তরুণ ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।

হারের পর কোন এক ক্রিকেটারকে নিশানা করে সমর্থকদের কটূক্তি বা ব্যক্তিগত আক্রমণ নতুন কোনো ব্যাপার নয়। হালে বিরাট কোহলি থেকে শুরু করে অতীতে সুনীল গাভাস্কারের মত ব্যক্তিত্বদেরও এই সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু ওর অর্শদীপ সিংয়ের সঙ্গে যেটা হচ্ছে সেটা যেন সেই সীমানাগুলিকে অতিক্রম করে আরো এক নতুন পর্যায়ে পৌঁছে গিয়েছে।

কাল হারের পর উইকিপিডিয়াতে কেউ এডিট করে লিখে দেন যে পাঞ্জাবের এই পেশার খলিস্থানিদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ২০১৮ সালে তাদের হয়ে অনুর্ধ ১৯ বিশ্বকাপও খেলেছেন। তবে সোমবার সকালে এসেই তথ্য মুছে ফেলা হয় উইকিপিডিয়া থেকে। কিন্তু গোটা ঘটনার কারণে কেন্দ্রীয় আইটি মঞ্চ থেকে উইকিপিডিয়ার আধিকারিকদের তলব করা হয়েছে। এত কম সময়ের মধ্যে উইকিপিডিয়াতে তথ্য দেওয়া এবং বিকৃত করা নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদ চলতে পারে।

arsh deep tweet

অর্শদীপের পাশে দাঁড়িয়েছে গোটা ভারতীয় দল। ক্যাচ ফেলা, খেলার একটা অঙ্গ এবং যে কোনও তারকা ক্রিকেটার থেকে অতি অনামী ক্রিকেটারের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। বিরাট কোহলি কাল সাংবাদিক সম্মেলনে এসে সকলকে এই কথাই জানিয়েছেন। কাল অর্শদীপ বল হাতেও একেবারেই প্রভাব ফেলতে পারেননি, তবে তিনি একা নন সকল ভারতীয় বোলারদেরই প্রায় একই অবস্থা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক উইকিপিডিয়ায় অর্শদীপের সঙ্গে ঘটা এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত জানা গিয়েছে যে প্রতিবেশী দেশ থেকেই উইকিপিডিয়ার এই তথ্য বদল করা হয়েছিল। কিন্তু এই ঘটনার একটা দীর্ঘমেয়াদী প্রভাব দুই দেশের আভ্যন্তরীণ সম্পর্কে পড়তে পারে। উইকিপিডিয়া আধিকারিকদের প্রশ্ন করা হবে এত অল্প সময়ের মধ্যে তারা তথ্য বদনের অনুমতি দেন।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর