এবার নিষিদ্ধ হবে ৫০০ টাকার নোট? বড়সড় সিদ্ধান্তের বিষয়ে জানালেন অর্থমন্ত্রী সীতারামন

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে নোটের প্রসঙ্গে একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি, সম্প্রতি সরকার ২,০০০ টাকার নোট প্রত্যাহারের বিষয়টি ঘোষণা করেছে। তবে, এবার লোকসভায় নোটের প্রসঙ্গে বড়সড় তথ্য জানালো অর্থমন্ত্রক।

মূলত, লোকসভায় ৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোটের প্রসঙ্গে বড় আপডেট দিয়েছে অর্থ মন্ত্রক। উল্লেখ্য যে, রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আপনি ২,০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন।

এমতাবস্থায়, অর্থমন্ত্রক লোকসভায় জানিয়েছে যে, ব্যাঙ্কগুলিতে ২,০০০ টাকার নোট বিনিময়ের সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্তই বহাল রয়েছে। অর্থাৎ, সরকার এটিকে আরও বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রস্তাব বিবেচনা করছে না।

৫০০ টাকার নোটও কি নিষিদ্ধ হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংবাদমাধ্যম অর্থমন্ত্রককে প্রশ্ন করেছিল যে সরকার কি কালো টাকা রোধ করতে ৫০০ টাকার নোটও নিষিদ্ধ করবে…? কারণ, ইতিমধ্যেই সরকার কালো টাকার রমরমা বন্ধ করতে করতে বড় নোট নিষিদ্ধ করেছে। এদিকে, বর্তমানে, ৫০০ টাকার নোট বাজারে সবচেয়ে বড়। তাই ৫০০ টাকার নোটও কি আগামী দিনে নিষিদ্ধ হতে পারে? এই প্রশ্নে অর্থ মন্ত্রক জানিয়েছে যে, এমন কোনো বিষয়ে এখনও বিবেচনা করা হয়নি।

উল্লেখ্য যে, মোদী সরকার ২০১৬ সালে প্রথমবারের মতো নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। যার ফলে তৎকালীন প্রচলিত ৫০০ এবং ১,০০০ টাকার নোট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি, এই সিদ্ধান্তের ফলে দেশের জনগণের মধ্যেও তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Will 500 rupee notes be banned this time

যদিও, ঠিক তারপরেই নতুনভাবে ২,০০০ এবং ৫০০ টাকার নোটের প্রচলন করা হয়। তবে, সরকার ফের ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে আবার প্রশ্ন উঠছে সরকার ১,০০০ টাকার নোট ফের ফিরিয়ে আনবে কি না? যদিও, অর্থ মন্ত্রক জানিয়েছে এই বিষয়েও কোনো সিদ্ধান্ত বিবেচনা করা হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর