বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানকে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সময়সীমা বেঁধে দিয়ে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিকদের। এমতাবস্থায় পাকিস্তানি শিল্পীদের উপরেও পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করার দাবি উঠেছে। এবার এ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন গায়ক আদনান সামি (Adnan Sami)। এবার কি তিনিও ছাড়বেন ভারত?
আদনান সামিকে (Adnan Sami) কটাক্ষ প্রাক্তন পাক মন্ত্রীর
২৬ এ এপ্রিল পর্যন্ত সময় ছিল। তার মধ্যেই ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয় পাক নাগরিকদের। সেই সূর্য টেনেই কটাক্ষ করেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ হুসেন, ‘আদনান সামির কী হবে? তিনি ভারত ছাড়বেন না?’ উল্লেখ্য, জন্মসূত্রে পাক নাগরিক হলেও ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আদনান (Adnan Sami)। অতীতেও একাধিক বার পাকিস্তানের থেকেই কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। এবারেও একই রকম ব্যঙ্গের মুখে পড়েছেন তিনি।
পালটা দিলেন গায়ক: প্রাক্তন পাক মন্ত্রীর কটাক্ষে পালটা দিয়েছেন আদনান (Adnan Sami)। ব্যাঙ্গাত্মক সুরে তিনি লিখেছেন, ‘এই অশিক্ষিতদের সত্যিটা কে বোঝাবে?’ তবে এখানেই থেমে যায়নি কটাক্ষ। ‘পাকিস্তানের চর’ বলে কটাক্ষ করা হয়েছে গায়ককে। আরো ধুনো দিয়ে আরেক পাক নেটনাগরিক লিখেছেন, ‘আদনান ভাই আপনি ভুলেও এখন পাকিস্তানে আসবেন না। ফাওয়াদ হুসেনের কথা বাদ দিন। আপনাকে কিন্তু ভারতের খবর জোগাড় করতে হবে’।
আরো পড়ুন: পহেলগাঁও হামলার জের, বলিউডে ভাত বন্ধ হচ্ছে পাক শিল্পীদের, চরম হুঁশিয়ারি FWICE-র
ভারতের নাগরিকত্ব পেয়েছেন আগেই: আদনানের ওজন কমানো নিয়েও বিদ্রুপ করতে ছাড়েননি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী। পালটা তোপ দেগেছেন গায়কও। তীক্ষ কটাক্ষ শানিয়ে আদনান (Adnan Sami) মন্তব্য করেছেন, ‘আপনি এতই বোকা যে এই কথাটাও মাথায় ঢুকবে না। আমি জন্মসূত্রে লাহোরের নই, পেশোয়ারের। তথ্য সম্প্রচারের মন্ত্রী ছিলেন আপনি। অথচ তথ্য নিয়ে কোনও ধারণাই নেই আপনার’।
আরো পড়ুন: আজই হত ২৫ বছর, জন্মদিনের দুদিন আগেই কেড়ে নিল মৃত্যু! মিশার প্রয়াণে শোকস্তব্ধ ভক্তরা
প্রসঙ্গত, গায়ক হিসেবে ভারতীয়দের কাছে আদনানের জনপ্রিয়তা দীর্ঘদিনের। হিন্দি ছবিতে একাধিক সুপারহিট গান গেয়েছেন তিনি। ভারতের প্রতি ভালোবাসা থেকে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ২০১৬ তে নাগরিকত্ব পান তিনি। পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে বহুবার মুখ খুলতে দেখা গিয়েছে আদনানকে।