ভেঙ্কটেশ নয়, KKR-এর অধিনায়কের দায়িত্ব সামলাবেন রাহানে? রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া দিলেন ভেঙ্কি

বাংলা হান্ট ডেস্ক: সৌদি আরবে IPL ২০২৫-এর নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে। এদিকে, নিলাম শেষ হওয়ার সাথে সাথে এই লিগে খেলা সব ফ্র্যাঞ্চাইজি তাদের দল প্রস্তুত করেছে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) তাদের সেনাবাহিনীকে পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে। কিন্তু তাদের এখন একজন কমান্ডারের অভাব নিয়েই চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে। অর্থাৎ, KKR-এর অধিনায়ক কে হবেন তা নিয়েই উঠেছে প্রশ্ন।

কে হবেন KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক?

এমতাবস্থায়, KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়কত্বের বিকল্প হিসেবে কিছু নাম উঠে এসেছে। যার মধ্যে ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানের নামও রয়েছে। নিলামের পর্বে একদম শেষ মুহূর্তে KKR রাহানেকে ১.৫০ কোটি টাকায় কিনেছে।

রাহানে কি হবেন KKR (Kolkata Knight Riders)-এর পরবর্তী অধিনায়ক: এদিকে, অজিঙ্কা রাহানের পার্পল আর্মির অধিনায়ক হওয়ার প্রসঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন যে, রাহানে সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কেবল টিম ম্যানেজমেন্ট মিটিংয়ে।

আরও পড়ুন: জামিনের আবেদন হল নাকচ! বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করল ভারত

সম্প্রচারকারীর সাথে কথা বলতে গিয়ে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সিইও ভেঙ্কি মাইসোর জানান, “সত্যি বলতে, আমাদের বসে আলোচনার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। কখনও কখনও এমন হয় যে এই সমস্ত কাজ করার পরে, আপনাকে কেবল বসে বসে ভাবতে হবে, পুরো বিষয়টি দেখতে হবে। স্টেক হোল্ডার এবং থিংক ট্যাংক এতে অংশ নেবে না। তাই আমরা সবাই বসব এবং এই বিষয়ে প্রপার কমিউনিকেশন করব। আমি নিশ্চিত একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন: মাত্র ১৩ বছরেই কোটিপতি! নিলামের পর ছেলের বয়স বিতর্কে মুখ খুললেন বৈভবের বাবা, স্পষ্ট জানালেন….

নিলামে দল নির্বাচনে খুশি ভেঙ্কি: এই প্রসঙ্গে KKR (Kolkata Knight Riders)-এর CEO ভেঙ্কি মাইসোর নিলামে দল নির্বাচন নিয়ে খুশি প্রকাশ করে জানান, “আমি খুব, খুব খুশি। আমি মনে করি নিলাম সবসময় উত্থান-পতন এবং নার্ভাস করে দেওয়ার মতো প্রক্রিয়া। তবে, পুরো দল পরিকল্পনায় অটল থাকার জন্য দুর্দান্ত কাজ করেছে। আমি সবসময় মনে করি এটিই পরিকল্পনা। আমরা শেষ পর্যন্ত যেভাবে দলটি সম্পূর্ণ করেছি এবং আমরা যে সমস্ত বক্সগুলি চেয়েছিলাম তা চেক করেছি। আমি সত্যিই খুব খুশি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর