বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবারই মিলেছে জামিন। তবে এখনও দিল্লিতেই আটকে কেষ্ট। ২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দীর্ঘ দু’বছর পর জামিন পেয়ে শনিবারই তিহাড় জেল থেকে বেরনোর কথা ছিল তার। তবে অর্ডারের কপি হাতে পেতে অনেকটা সময় গড়িয়ে যাওয়ায় শনিবার জেল থেকে বের হতে পারেননি কেষ্ট।
আজ সোমবার তিহাড়ের গন্ডি থেকে বেরিয়ে আসার কথা অনুব্রত মণ্ডলের। কিন্তু সত্যিই কি আজ মুক্তি পাচ্ছেন কেষ্ট? নাকি ফের বাধা হয়ে দাঁড়াবে ইডি। সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রতর জামিন আটকাতে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)। জানা যাচ্ছে, গরু পাচার মামলায় কেষ্টর মুক্তি আটকাতে আজই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে ইডি।
শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে অনুব্রতর। সূত্রের খবর, জেল থেকে বেরোনোর পর দিল্লিতে থাকতে নারাজ কেষ্ট। যত দ্রুত বাংলায় ফিরে আসা যায় সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই অনুব্রতর আইনজীবী ১০ লক্ষ টাকার বন্ড সহ প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। তবে জেল কর্তৃপক্ষের হাতে কাগজ আসতে দেরী হলে সোমেও পিছিয়ে যেতে পারে কেষ্টর মুক্তি।
নিয়ম অনুযায়ী, বিকেল ৫টার রোল কলের পর বন্দিদের মুক্তি দেওয়া হয় তিহাড় থেকে। সেই অনুযায়ী বিমানের টিকিট কাটা হচ্ছে। সব ঠিক থাকলে আজ রাতেই কলকাতা বা বীরভূমে ফিরতে পারেন কেষ্ট। অনুব্রতর সাথে বীরভূমে ফিরবেন সদ্য জামিন পাওয়া মেয়ে সুকন্যাও। ইতিমধ্যেই কেষ্টকে আনতে দিল্লিতে বীরভূমের দুই তৃণমূল নেতা পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন: DA মামলার মাঝেই বড় খবর! এবার বেতন নিয়ে হাইকোর্টে মামলা! কাদের পকেট ভরবে?
তবে কোনো কারণে যদি এদিন কেষ্টর মুক্তি পেতে রাত হয়ে যায়, সেক্ষেত্রে রাতটুকু দিল্লির কোনও হোটেলে বিশ্রাম নিয়ে আগামিকাল সকাল সকাল কলকাতা রওনা হতে পারেন অনুব্রত। তবে এরই মাঝে কি পথের কাঁটা হয়ে দাঁড়াবে ইডি? সেই দিকেই এখন নজর।