দায়িত্ব বাড়ছে, লোকসভার আগে বড় ভূমিকায় দেখা যাবে শুভেন্দুকে! বিরাট প্ল্যান মোদী-শাহ’র

বাংলা হান্ট ডেস্কঃ মিটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি (BJP) শিবির। তবে ১০% ভোট বেড়েছে তাদের। অন্যদিকে নিজের গড়ে দলের দাপট বজায় রাখতে অনেকাংশেই সফল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বর্তমানে পাখির চোখ ২৪ লোকসভা নির্বাচন (Loksabha Election)। ২০২০ সালে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নিজের গড়েই অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের একসময়ের প্রথম সারির সৈনিক শুভেন্দু অধিকারী। তারপর থেকে প্রায় তিন বছর হতে চললো। দিন দিন ক্রমেই জনপ্রিয়তা, সক্রিয়তা বাড়ছে শুভেন্দুর।

এরই মধ্যে এবার শোনা বিজেপির একটি সূত্র মারফত দাবি করা হচ্ছে, লোকসভা ভোটের আগেই শুভেন্দু অধিকারীকে এবার রাজ্য বিজেপির সভাপতি (State President Post) পদে বসাতে পারেন জেপি নাড্ডারা। পাশাপাশি বিরোধী দলনেতার পদ তো রয়েছেই। তাহলে এমনতাও হতে পারে যে আপাতত একই সাথে রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা এই দুই পদেই থাকতে পারেন শুভেন্দু।

   

২০২১ সালের লোকসভা ভোটের ঠিক পরে পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত ও সেইসময় কেন্দ্রের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (বর্তমানে তিনি তৃণমূলে)। খবর পাওয়া যায়, তারা দুজনেই তখন শুভেন্দুকে একই সাথে রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার পদ দেওয়ার কথা বলেন। যদিও সেই প্রস্তাবে সায় দেয়নি শীর্ষ নেতৃত্ব।

গতবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় তাকে বিরোধী দলনেতা পদে বসানো হয়। পাশাপাশি বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সেই পদে বসানো হয় সুকান্ত মজুমদারকে। অন্য সকল রাজ্যে দলের বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতির পদকে বেশি গুরুত্ব দেওয়া হলেও অনেকের মতে বাংলায় শুভেন্দুর নামেই বিজেপির সংগঠন আরও চাঙ্গা হয়ে উঠছে।

তাই দলের অন্দর থেকেই উঠেছে আসছে হাজারো জল্পনা। পঞ্চায়েত নির্বাচন শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্র মারফত জানা গিয়েছে ওই বৈঠকেই এই রাজ্য সভাপতির পদ নিয়ে সুকান্তকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তারপর থেকেই নাকি জল্পনা আরও জোড়ালো হয়েছে।

bjp flag

তবে কোনও কিছুই এখনই নিশ্চিত ভাবে কেউই বলতে পারবে না যতক্ষণ না শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা আসছে। প্রসঙ্গত, এই প্রথম নয়! এর আগেও বহুবার এই জল্পনা উঠে এসেছে। ২০২২ সালেও যখন খবর ছড়িয়ে পরে যে সুকান্তর বদলে রাজ্য সভাপতির পদ পাচ্ছেন শুভেন্দু তখন সেই জল্পনায় জল ঢেলে বিরোধী দলনেতা নিজেই বলেন, “এটি অপপ্রচার। এর কোনও ভিত্তি নেই। সাজানো খবর।”

তবে এবার নাকি ওপর মহল থেকে ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে দলেরই এক কেন্দ্রীয় নেতার কথায়, শুভেন্দুকে সত্যিই যদি রাজ্য সভাপতি করা হয় তাহলে তাকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ বিজেপিতে এক ব্যক্তি দুই পদে থাকার ঘটনা খুবই কম।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর