জোর বিপাকে দিলীপ ঘোষ? প্রাক্তন রাজ্য সভাপতিকে সাসপেন্ড করবে BJP? তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ বিস্ফোরক মন্তব্যের জেরে অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন বঙ্গ বিজেপির (BJP) হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে তাঁর এক মন্তব্যে একবার নিন্দার ঝড় উঠেছিল। এবার তিনিই নতুন করে বিতর্কে জড়ালেন। শুক্রবার খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে তিনি যেভাবে মহিলাদের উদ্দেশে তেড়ে গিয়েছেন, তাঁদের গলা টিপে ধরার হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

দিলীপের (Dilip Ghosh) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বিজেপি?

আজ খড়্গপুরের ৬ নং ওয়ার্ডে একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একসময় তিনি এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। এছাড়া এই বিধানসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেই মেদিনীপুরের প্রাক্তন সাংসদও দিলীপ। তাঁরই সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা দিয়ে ওই রাস্তা তৈরি হয়েছে। সেই কারণে আজ সেখানে উপস্থিত হন বিজেপি নেতা।

একটি ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, প্রাক্তন সাংসদকে দেখার পর কয়েকজন স্থানীয় মহিলা তাঁকে ঘিরে ধরেন। জিজ্ঞেস করেন, যখন রাস্তা খারাপ ছিল, তখন তো আপনাকে দেখা যায়নি। এখন কেন এসেছেন? ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। এদিকে একথা শোনা মাত্রই দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘আরে টাকা দিয়েছি। কারোর বাপের টাকা নয়। আমি টাকা দিয়ে বানিয়েছি’।

আরও পড়ুনঃ ‘সেদিন’ কী ঘটেছিল? প্রত্যেকটা মুহূর্ত জানতে চায় হাইকোর্ট! কড়া নির্দেশ দিলেন বিচারপতি

প্রাক্তন বিজেপি সাংসদের এই মন্তব্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কারণ সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা সাংসদের ব্যক্তিগত নয়। সেখানে ‘আমি টাকা দিয়ে বানিয়েছি’ কথাটাই ভুল। এদিকে দিলীপের মুখে একথা শুনে স্থানীয় মহিলারা পাল্টা বলেন, ‘আপনি কেন বাপ তুললেন? সাংসদ হয়েও আপনি এভাবে কথা বলতে পারেন?’

জবাবে আরও ফুঁসে ওঠেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘চোদ্দ পুরুষ তুলব’। একথা শুনে ওই মহিলা প্রশ্ন করেন, আপনাকে কে এই অধিকার দিয়েছে? এরপরেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘এর বেশি বললে গলা টিপে দেব!’

Dilip Ghosh remains silent in BJP party meeting

মহিলাদের সঙ্গে দিলীপের (Dilip Ghosh) এহেন আচরণ নিয়ে ইতিমধ্যেই নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ, বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি কীভাবে এই রকম আচরণ করলেন? অনেকেই এর নিন্দা করছেন।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি মুখপাত্রদের জিজ্ঞেস করা হয়, দিলীপ ঘোষকে কি শোকজ অথবা সাসপেন্ড করা হবে? জবাবে পদ্ম শিবিরের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি রামপুরহাটে দলের সভায় আছি। কী হয়েছে জানি না’।

সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মহিলাদের উদ্দেশে এহেন কুকথা এবং হিংসাত্মক হুঁশিয়ারির জন্য খড়্গপুর থানায় দিলীপের (Dilip Ghosh) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা বলেন, আমরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। রাতের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর