বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার পর থেকেই পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সতর্ক সাধারণ নাগরিকরাও। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশ এসেছে, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তবে আমজনতাকে আত্মরক্ষা করার জন্য শেখানো হবে কৌশল। পাশাপাশি এদিন কলকাতা (Kolkata) পুরসভার তরফেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেকোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে। এর মাঝেই হঠাৎ হয়রানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের।
কলকাতায় (Kolkata) তিনদিন বন্ধ হয়ে যাবে বাস পরিষেবা?
তিন দিন বাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় (Kolkata)। পাঁচ দফা দাবি নিয়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বেসরকারি বাস মালিকদের তরফে। মেয়াদ উত্তীর্ণ বাসগুলির দু বছরের সময়সীমা বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, পুলিশি জুলুম সহ মোট পাঁচ দফা দাবি পূরণ করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে পাঁচটা বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের মঞ্চ পরিবহণ বাঁচাও কমিটি। সেখানে বলা হয়েছে, ২০ মে এর মধ্যে আর্জি পূরণ না হলে ২২, ২৩ এবং ২৪ মে তিনদিন বন্ধ করে দেওয়া হবে পরিষেবা।
মুখ্যমন্ত্রীকে চিঠি সংগঠনের: এই পরিবহণ বাঁচাও কমিটির মধ্যে রয়েছে (Kolkata) জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটার্স কোঅর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্টরা রিজন বাস অ্যাসোসিয়েশন এর মতো পাঁচটি সংগঠন। এই পাঁচটি সংগঠন মিলে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়ে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।
আরো পড়ুন : অপারেশন সিঁদুরকে ‘লজ্জাজনক’ বলে আক্রমণ! বলিউডে অভিনয় করে কত টাকা পকেটে ভরেছেন ফাওয়াদ?
কী কী দাবি জানানো হয়েছে: জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সেক্রেটারি থথেকে শুরু করে বাস মিনিবাস অপারেটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিরা এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সরকারের (Kolkata) সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, মেয়াদ উত্তীর্ণ বাসের সময় বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত সরকারের। অন্তত ২ বছর মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
আরো পড়ুন : বাড়ছে চাপা উত্তেজনা, যুদ্ধের জিগিরের মাঝে বড় পদক্ষেপ অরিজিতের
পাশাপাশি সেই ২০১৮ সালের পর থেকে আর ভাড়াও বাড়ানো হয়নি। তাই এবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন সংগঠনের মালিকরা। পাশাপাশি পুলিশের জুলুম বন্ধ করার জন্যও দাবি রেখেছেন তাঁরা। আগামী ২০ মে পর্যন্ত সময়সীমা দিয়েছেন তাঁরা। তার মধ্যে আর্জি পূরণ না হলে বন্ধ করে দেওয়া হবে বাস পরিষেবা। ফলত হয়রানি বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে।