বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছে কেন্দ্র। অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে মোদী সরকার। এরপর থেকেই মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন থেকে শুরু করে ডিএ (Dearness Allowance), নানান বিষয়ে চর্চা চলছে। অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে, অষ্টম বেতন কমিশন চালু হলে কি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) শূন্য হয়ে যাবে?
অষ্টম বেতন কমিশন চালু হলে ডিএ (Dearness Allowance) শূন্য হয়ে যাবে?
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। জল্পনা কল্পনা শোনা যাচ্ছে, নয়া বেতন কমিশন কার্যকর হলে তাঁদের সেই মহার্ঘ ভাতা শূন্য হয়ে যেতে পারে। কারণ পঞ্চম বেতন কমিশনের অন্যতম সুপারিশ ছিল, কর্মীদের ডিএ ৫০ শতাংশের অধিক হয়ে গেলে তা নিজে থেকে মূল বেতন কিংবা মূল পেনশনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বেতন কাঠামোর সরলীকরণের জন্য এই সুপারিশ করা হয়েছিল।
এরপর ষষ্ঠ বেতন কমিশন ও সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে। তবে ওই দুই পে কমিশনে এমন কোনও সুপারিশ করা হয়নি। বরং নয়া বেতন কমিশনের সুপারিশ অনুসারে, ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বেতন নির্ধারিত হয়। এর মধ্যে ডিএ (Dearness Allowance) অন্তর্ভুক্ত নয়। এক কথায়, বর্তমান বেতন কমিশনে এমন কোনও সুপারিশ নেই যেখানে বলা হয়েছে কর্মীদের ডিএ অথবা ডিআর ৫০ শতাংশের অধিক হয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
আরও পড়ুনঃ ‘চাকরির থেকে চায়ের দোকানে বেশি আয়’! সরকারি চাকরি না পেলে কী করবেন? ‘টিপস’ দিলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৯ বছর। আগামী বছর চলতি পে কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তার আগেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এদিকে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছেন। তাঁদের ৫৩% হারে ডিএ (Dearness Allowance) দিচ্ছে সরকার। এখন সাধারণত বছরে দু’বার করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। মনে করা হচ্ছে, আগামী মার্চ মাসেই হয়তো ফের এক দফায় তাঁদের ডিএ বৃদ্ধি করা হতে পারে। এই নিয়ে যদিও কেন্দ্রের তরফ থেকে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।